মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

untitled-17_207267-400x266
ডেস্ক রিপোর্টঃ

আজ থেকে ভারতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গোল্ডেন ট্রায়াঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে প্রদর্শিত হবে বাংলাদেশের তিন ছবি। রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’, রওশন আরা নীপার ‘মহুয়া সুন্দরী’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। উৎসবে অংশ নিতে গতকাল ভারতের উদ্দেশে রওনা হয়েছেন ছবির পরিচালকরা। জানা গেছে, ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত এ উৎসবের তিন দিন তিনটি ছবি প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন বিভিন্ন দেশের নির্মাতারা।

চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষি হাসেন মোল্লাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রটি। এর পটভূমি যমুনা পাড়ের চর- ‘চর ভাগিনা’। এদিকে মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’ পালা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মহুয়া সুন্দরী’। এতে যাত্রাশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। অন্যদিকে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির গল্প রোমান্টিক। অভিনয় করেছেন আরজু ও আইরিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি