মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আয়কর বিভাগের মুখোমুখি অমিতাভ বচ্চন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

amitav-400x283
ডেস্ক রিপোর্টঃ

ভারতের আয়কর বিভাগ পানামা পেপার্স মামালাতে নতুন কিছু প্রশ্ন করেছে মেগাস্টার অমিতাভ বচ্চনকে। তাঁকে এই প্রশ্নের জবাব দিতে বরা হয়েছে ১ সপ্তাহের মধ্যে। পানামা পেপার্স মামলাতে বলা হয়েছে কোম্পানি গুলির সঙ্গে অমিতাভের কোনো সম্পর্ক নেই। তাও এই পদক্ষেপ নিয়েছে আয়কর বিভাগ।

সূত্রে খবর, আয়কর বিভাগ ইন্টারন্যাশানাল কন্সোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) রিপোর্টে বলা হয়েছে অর্থ ছাড়াও অন্য বিষয়ও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও বিভাগকে দেওয়া কিছু পুরানো সূচনা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। আইসিআইজের তরফ থেকে বলঅ হয়েছে আগে অমিতাভকে প্রশ্ন করার পর তিনি বলেছিলেন কোনো কোম্পানির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

এরআগে অমিতাভ একটি বয়ান জারি করে বলেছিলেন সম্ভাবত তাঁর নাম ভূল ভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, কোনো কোম্পানির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি কোনো কোম্পানির নির্দেশক ছিলেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি