রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রণ দূর করতে ব্যবহার করুন কলার খোসা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

The-skin-of-banana-1357921656_70-400x266
ডেস্ক রিপোর্টঃ

রণ দূর করতে কত কিছুই তো ব্যবহার করলেন। কোনো লাভ হলো না। এবার কলার ছোলা ব্যবহার করে দেখুন। অবাক হওয়ার কিছু নেই। কলার ছোলাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে। যা ত্বকের ব্রণ দূর করতে বেশ কার্যকর। চাইলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই পরামর্শটি একবার দেখে নিতে পারেন।

যেভাবে কলার ছোলা ব্যবহার করবেন

প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পাকা কলার খোসা হাতে নিয়ে ১০ মিনিট পুরো মুখে ম্যাসাজ করুন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। যাতে কলার ভিটামিন ও মিনারেল ত্বকে প্রবেশ করে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাসে দুইবার এভাবে কলার ছোলা দিয়ে ম্যাসাজ করলে ব্রণ সহজেই দূর হবে।

পরামর্শ

কলার খোসা যেন কাঁচা না হয় খেয়াল করুন। কাঁচা হলে মুখে কষ লাগতে পারে। যা ত্বকের জন্য ক্ষতিকর।

ম্যাসাজ করার সময় ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। আর ভুলেও জোড়ে ঘষবেন না।

৩. কলার খোসা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিন। না হলে কলার ছোলার জীবাণু মুখে আক্রমণ করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি