সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তনুর যৌন ক্রিয়ার অভিজ্ঞতা আছে বলে ময়নাতদন্তকারি চিকিৎসক বির্তক ছড়ালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৬

kp saha-1

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী নিহত সোহাগী জাহান তনুর মৃত্যুর সঠিক কারন দ্বিতীয় বারেও না বের করতে পারলেও যৌন ক্রিয়ার অভিজ্ঞতা আছে বলে সাংবাদিকদের জানালেন দ্বিতীয় ময়নাতদন্তকারি বোর্ডের সদস্য ডাক্তার ওমর ফারুক। তবে এ যৌন ক্রিয়া কখন হয়েছে তার সময় সীমা বিষয়ে অবগত নন বলেও জানান তিনি। এ ফলে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ।

রবিবার (১২ জুন) দুপুর পৌণে ১ টায় তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করেন ময়নাতদন্তকারি বোর্ড । এর আগে বেলা পৌণে ১১ টায় তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কুমিল্লা সিআইডির কাছে হস্তান্তর করে ময়নাতদন্তকারী বোর্ড কর্তৃপক্ষ। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের কর্মচারি মোঃ ফারুক এ রিপোর্ট সিআইডির অফিসে পৌছে দেন।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক ও দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, মৃত্যুর পূর্বে তার সেক্সুয়াল ইন্টার কোর্স হয়েছে, তা বোঝা গেছে। তার অর্থ তনুর যৌনকার্য হয়েছে। যেহেতু দ্বিতীয় ময়নাতদন্তের সময় ১০ দিন পর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছিল । ১০ দিন পর তার মরদেহ পচাঁ ছিল। পচাঁ-গলা মরদেহ থেকে নতুন করে কোন আঘাতের চিহৃ বোঝা সম্ভব হয়নি। ফলে অধিকতর তদন্ত করে মৃত্যুর কারণ খুঁেজ বের করার জন্য তদন্তকারি সংস্থাকে পরামর্শ দিয়েছি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্পষ্ট ধারনা দিতে পারেনি ময়নাতদন্তকারি বোর্ড।

দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক দলের সদস্য ডাক্তার ওমর ফারুক আরো বলেন, মৃত্যুর আগে তনুর সাথে সেক্সুয়াল এন্টারকোর্স হইছে। তার মানে এটা নয় যে, ধর্ষণ হইছে। সেক্সুয়াল এন্টারকোর্স আর ধর্ষন ভিন্ন জিনিস। দুটিই আলাদা বিষয়। মৃত্যুর পূর্বে তার সাথে যৌন ক্রিয়া হয়েছে। অথবা তার যৌন ক্রিয়ার অভিজ্ঞতা আছে। তবে এ যৌন ক্রিয়া কখন হইছে, তার সময় সীমা জানি না।

দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক দলের সদস্য ডাক্তার ওমর ফারুকের এই বক্তব্যের সাথে সিআইডির ডিএনএ টেস্ট ও ডাঃ কামদা প্রসাদ সাহার বক্তব্যের অনেক ভিন্নতা রয়েছে। যেমন, সিআইডির করা ডিএনএ প্রতিবেদনে তনুর শরীরে তিন ব্যক্তির বীর্য পাওয়া গেছে। আবার দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেছেন, ময়নাতদন্তে পচাঁ-গলা তনুর মরদেহ থেকে নতুন করে কোন আঘাতের চিহৃ বোঝা সম্ভব হয়নি। যেখানে পচাঁ দেহ থেকে আঘাতের চিহৃ বোঝা সম্ভব হয়নি, সেখানে তনুর যৌন ক্রিয়ার অভিজ্ঞতা আছে এ কথাটি কিভাবে বুঝলেন ডাঃ ওমর ফারুক, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি