সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে প্রবাসীর কঙ্কাল উদ্ধার, স্ত্রীসহ গ্রেফতার ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৬

0000-400x244

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাড়ে সাত মাস পর ময়নাল হোসেন (৩৫) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

স্ত্রীর পরকীয়া ও সম্পত্তি বিষয়ক জটিলতার কারণে খুন হন ময়নাল হোসেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার আকবপুর ইউনিয়নের জাড্ডা হাহাতি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে একটি ডোবার তিন ফুট পানির নিচ থেকে মরদেহের কংকাল উদ্ধার করা হয়।

নিহত ময়নাল হোসেন মুরাদনগর উপজেলার আকবপুর নোহাটি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ময়নাল হোসেনের সঙ্গে ১০ বছর আগে একই উপজেলার জাড্ডা হাহাতি গ্রামের তাছলিমা বেগমের বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। ময়নাল সৌদি আরবে যাওয়ার পর প্রবাসে উপার্জিত অর্থ তাছলিমার নামে পাঠাতেন।

এদিকে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে তাছলিমা বেগম একই গ্রামের শরীফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গত বছরের ৩০ অক্টোবর ময়নাল হোসেন দেশে আসার পর শ্বশুরবাড়িতে গিয়ে কয়েকদিন অবস্থান করেন। ওই সময় বিদেশে থেকে পাঠানো অর্থের হিসাব এবং স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।

এতে তসলিমা ক্ষিপ্ত হয়ে ময়নালকে হত্যার জন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে ছয় ব্যক্তির সঙ্গে চুক্তি করে। পরিকল্পনা মোতাবেক গত বছরের ১ নভেম্বর রাতে তিন লাখ টাকা পরিশোধ করার পর খুনিরা কৌশলে ওই প্রবাসীকে তার শ্বশুরবাড়ি থেকে উঠিয়ে নিয়ে বাড়ির অদূরে খাল পাড়ে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।

এরপর ওই প্রবাসীর স্ত্রী গত ৭ নভেম্বর মুরাদনগর থানায় স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেছিলেন তার স্বামী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এতে মুরাদনগর থানা পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করলেও ঘটনার রহস্য বের করতে পারেনি।

13423763_856654124441194_6552199070157877232_n

পরে ওই প্রবাসীর মা আমেনা খাতুন এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কুমিল্লা পুলিশ সুপার বরাবর আবেদন করেন। এরই প্রেক্ষিতে কুমিল্লা ডিবি পুলিশ এ অভিযোগের তদন্ত শুরু করেন। অভিযোগের সূত্র ধরে ডিবি পুলিশ ময়নালের স্ত্রীর নিকটাত্মীয় জাকির ও জুয়েলকে গ্রেফতার করে।

চলতি বছরের ৮ মার্চ  কুমিল্লা নগরী থেকে ডিবির একটি দল তাছলিমা আক্তারকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হত্যার ঘটনা। পরদিন গ্রেফতার করা হয় তাছলিমার প্রেমিক শরিফুল ইসলামকে।

গত ১০ মার্চ নিহতের স্ত্রী তাছলিমা আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বর্তমানে কারাগারে আটক ওই প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার, তার নিকটাত্মীয় জাকির, জুয়েল ও পরকীয়া প্রেমিক শরিফুল ইসলামসহ অপর দুই আসামির স্বীকারোক্তির সূত্র ধরে হত্যার পর মরদেহ গুম করার স্থানটির বিষয়ে ডিবি পুলিশ নিশ্চিত হয়। পরে রোববার (১২ জুন) ডিবি পুলিশ আদালতে আবেদন করলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

এদিকে ওই ডোবা পাহারার জন্য গত দুইদিন ধরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। আদালত মরদেহের ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগকে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম  জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি