রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাঞ্জাবিটা সেরা হওয়া চাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৬

 

7f50f82a4ed0c3e9bc006c1857c5c955-11

লাইফ স্টাইল ডেস্ক ঃ

হ্যাঙ্গারে থরে থরে ঝুলছে পাঞ্জাবি। প্রতিটিই নজরকাড়া। কোনোটার বুকের কাছে হালকা কাজ আর কোনোটার হাতায়। কোনো কোনোটির সঙ্গে মিল আছে শার্টেরও। দেশি এই পোশাকেও এখন পাশ্চাত্যের ঝলক। নগরের আফমি প্লাজার একটি পাঞ্জাবির দোকানে গত সোমবার গিয়ে এমন দৃশ্য দেখা গেল। দোকানটির প্রায় সব ক্রেতাই ২০ থেকে ২৫ বছর বয়সী তরুণ।
পাঞ্জাবিতে প্রথম আমানস। মডেল: পারভেজতাঁদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র অনীক জানালেন, এখনকার তরুণদের পছন্দ ট্রেন্ডি পোশাক। পাঞ্জাবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। আঁটোসাঁটো অর্থাৎ বডি ফিটিংস, মাঝারি ঝুলের এবং হালকা কাজের পাঞ্জাবি কিনবেন বলে জানালেন তিনি।
দ্বিতীয় হয় ময়ূরাক্ষীর পোশাক।  মডেল: আজমীকয়েক বছর ধরে পাঞ্জাবিতে হালকা কাজ চলছে। এবারের ট্রেন্ডও বদলায়নি। ঝুলের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসেনি। মাঝারি ঝুলের পাঞ্জাবিই চলছে বাজারে। তবে কয়েকজন ফ্যাশন ডিজাইনারের মতে, পাঞ্জাবির ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা ট্রেন্ড নেই। যাকে যেমন মানায় বা যে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন, তেমনটাই পরা উচিত। যাঁরা লম্বা ঝুলের পাঞ্জাবি পরে অভ্যস্ত তাঁরা তেমনটাই পরবেন এবারও।
তবে বাজারে ট্রেন্ডি পাঞ্জাবির কদরই বেশি। গত সোমবার আফমি প্লাজা, সানমার, বিপণিবিতান ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেল। একেক বিপণিকেন্দ্রে পাঞ্জাবির দামের ভিন্নতাও দেখা গেছে। তবে সর্বনিম্ন পাঁচ শ থেকে চার হাজার পর্যন্ত হাঁকা হচ্ছে পাঞ্জাবির দাম।
আফমি প্লাজায় অবস্থিত শৈল্পিকের বিক্রয়কর্মীরা জানালেন, এবার অ্যান্ডি কটন ও সুতির তৈরি পাঞ্জাবির প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি। মূলত হালকা কাজের পাঞ্জাবিই কিনছেন তরুণেরা। এসব পাঞ্জাবি এক হাজার আট শ থেকে চার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।
শৈল্পিক ছাড়াও মিয়া বিবি, জেন্টল পার্ক, দেশী দশ, আর্টেক্স, আড়ং, আর্টিস্টি, মেনজ ক্লাব, ক্যাটস আই, নক্ষত্র, বাঙালী বাবু, ডলস হাউসসহ নগরের ফ্যাশন হাউসগুলো নিজেদের ব্র্যান্ডের পাঞ্জাবি এনেছে বাজারে। হালকা কাজের পাঞ্জাবি ছাড়াও এসব ফ্যাশন হাউসে পাওয়া যাচ্ছে পার্টি পাঞ্জাবি, শেরওয়ানি ছাঁদের পাঞ্জাবি ও কটিসহ পাঞ্জাবি।
এবার ঈদে তরুণেরা কেমন পাঞ্জাবি পরবেন—জানতে চাইলে ডিজাইনার আইভি হাসান বলেন, এ বছরও হালকা কাজের পাঞ্জাবিই তরুণদের পছন্দ। সুতি, অ্যান্ডি, সেলফ উইভিং বা ভয়েল কাপড়ের মাঝারি ঝুলের ফিটিংস পাঞ্জাবি হবে মানানসই। সবুজ, হালকা নীল, অফ হোয়াইট কিংবা হালকা বেগুনি এসব হালকা রং বেছে নেওয়া যেতে পারে। আর পার্টি পাঞ্জাবির জন্য তসর, অ্যান্ডি সিল্ক বা মটকা সিল্কের পাঞ্জাবি আদর্শ। এ ক্ষেত্রে গাঢ় নীল কিংবা পেঁয়াজ রং বেছে নেওয়া যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি