সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশুর কচি হাতে কঠিন কাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০১৬

DSC_0020 - Copy

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা নগরীর চকবাজার এলাকার শিশু রবিউল, বয়স আট । বাবা মারা গেছে জন্মের কয়েক মাস পরেই। মা আর ২ বছরের বড় বোন নিয়েই রবিউলের সংসার। স্কুলের দরজায় পা পড়েনি তার। জীবিকার তাগিদে সকাল ৭ টায় ছুটে যান (মোটর ওয়ার্কশপ ) ওয়েল্ডিং দোকানে। রাত ৯ টা পর্যন্ত চলে ওয়েল্ডিংয়ের কাজ। ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ দেখতে দেখতে সারাটা দিন অতিবাহিত হয়। দিন শেষে পকেটে ঢুকে ৬০/৭০ টাকা। সারা দিনের পরিশ্রমের টাকা এনে দেন মায়ের হাতে । এ সময়ে মা-বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা থাকলেও রবির জীবনে তা বাস্তবে রূপ নেয় নি। রবির মতই কুমিল্লা জেলার অসংখ্য শিশু প্রতিদিন বিদ্যাপীঠে যাওয়ার পরিবর্তে নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে ব্যস্ত।

কুমিল্লা জেলাজুড়ে পরিবহন, ওয়েল্ডিং, হোটেল, ইটভাটা, নির্মাণসহ বিভিন্ন সেক্টরের সঙ্গে জড়িত কম বয়স্ক শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ২০০২ সালে সরকার ঝুকিপূর্ণ পেশায় শিশুশ্রম নিরসনে একটি প্রকল্প হাতে নিলেও এর অস্তিত্ব চোখে পড়েনি।

শিশু অধিকার কিংবা নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের আওতাভুক্ত হয়নি এসব শিশুরা । এসব অধিকার শুধু কাগজে-কলমেই রয়েছে, বাস্তবে আলোর মুখ দেখেনি। অথচ বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষর দানকারী প্রথম সারির রাষ্ট্রসমূহের একটি।

সরেজমিনে মহানগরীর চকবাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়া, শাসনগাছা আন্তঃ জেলা বাস টার্মিনাল, রাণীর বাজার, কাপ্তান বাজার, বালুতুপা, কাঁটাবিল, দেশওয়ালীপট্টি, পদুয়ার বাজার বিশ্বরোডসহ জেলার বিভিন্ন উপজেলায় লোকাল বাস ও টেম্পু স্টেশন, অটোরিক্সা ষ্ট্যান্ড ও ওয়ার্কশপ ঘুরে দেখা যায়, এসব স্থানে প্রতিদিন শত শত শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করছে।

নগরীর চকবাজার বাসস্ট্যান্ডে প্রায় দেখা যায় জুয়েলকে, বয়স আট। বাস থেকে যাত্রী নামার অপেক্ষার থাকে । বয়সে ছোট বলে সে ভালোভাবে রিক্সা প্যাডেলের নাগাল পায় না। তাই চালকের সিট থেকে সামনের দিকে এসে নিচের দিকে ঝুলে প্যাডেল চালাতে হয়। পেটের তাগিদে নগরীর বিভিন্ন রোডে বহু কষ্টে প্যাডেল ঘুরিয়ে সচল রাখে সংসারের চাকা। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা স্কুলে যেতে পারে না। জুয়েলের মত আরো অনেক শিশুকে রিকশা চালাতে দেখা যায় । ওদের রিকশায় চড়ে অন্যরা স্কুলে যায়। সুবিধাবঞ্চিত এই শিশুরা বলছে, পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণেই তাদের রিক্সা চালাতে হচ্ছে। এ কাজে কষ্ট হয় কি না-জানতে চাইলে আট বছরের জুয়েল বলে, কষ্ট হলেও তো চালাতে হয়, কষ্ট না করলে খাব কি করে? মা, ছোট ভাই আমার ফিরার জন্য সব সময় অপেক্ষা করে। তাদের জন্যই আমি এ কষ্টের কাজ করছি। অনেক সময় অনেক যাত্রী আমার রিকসায় উঠে না, তারা বলে আমি ছোট, চালাতে পারবো না। প্রতিদিন ১৫০ /১৭০ টাকা রোজগার করি। কখনো ৫০/৬০ টাকা পাই। রিকসা মালিককে দিতে হয় প্রতিদিন ৬০ টাকা করে। এটাই প্রকৃত চিত্র আমাদের দেশের শিশুদের, যারা দেশের ভবিষ্যত কর্ণধার।

সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ময়নামতি সেনানিবাস এলাকায় যাতায়তকারী প্রায় শতাধিক লক্কর-ঝক্কর গাড়ির (পুরাতন মাইক্রোবাস) সামান্য সংখ্যক চালক কিশোর বয়স্ক হলেও অধিকাংশই ১৩/১৪ বছরের শিশু। একইভাবে জেলার অন্যান্য এলাকাগুলোর চিত্রও অভিন্ন। সূত্র মতে, ২/৩ বছর পূর্বেও বিভিন্ন পরিবহনের সঙ্গে শিশু শ্রমিকদের সম্পৃক্ততা কম হলেও বর্তমানে তা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।

তাছাড়া একজন যুবক বা বয়স্ক লোককে দিয়ে একই কাজ করাতে যেখানে ১৫০-২০০ টাকার প্রয়োজন সেখানে কম বয়সের একটি শিশুকে দিয়ে ৭০-৮০ টাকায় একই কাজ করানো যায়। ফলে ইচ্ছাকৃতভাবেই বহু গাড়ির মালিক শিশু শ্রমিকের দিকে ঝুঁকে পড়ে।

কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া সড়কের কুটিতে চলাচলকারী একটি বাসের ১৪ বছর বয়সী হেলপার রাজন জানান, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা পরিশ্রম করতে হয়। রোদ-বৃষ্টি, ঝড় কোন কিছুই তার কাজে বাধার সৃষ্টি করে না। তাকে প্রতিদিনই যথারীতি ভোর বেলায় কর্মস্থলে চলে আসতে হয়, না আসলে হয়তো তাকে না খেয়ে দিনাতিপাত করতে হবে। একই অবস্থা তার মত অসংখ্য শিশুর। তারাও একইভাবে পেটের তাগিদে কর্মস্থলে ছুটে আসে। ঝুকিঁপূর্ণ কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যদিও এ কাজে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘটতে পারে প্রাণহানি।

সূত্র জানায়, এ শিশু শ্রমিকরা শুধু পরিবহনের হেলপারের কাজ করেই ক্ষান্ত হয় না। এর বাইরেও পরিবহনের মালিক, চালকসহ বিভিন্ন জনের ফরমায়েসও খাটতে হয়। তাছাড়া পরিশ্রমের সাথে সাথে নগদ টাকা হাতে আসায় এ সকল শিশু কিশোর খুব অল্প বয়স থেকেই ধুমপানসহ মাদক সেবন ও অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এছাড়াও জেলায় বিভিন্ন স্থান থেকে হোটেল, ওয়ার্কসপ, সেলুনসহ ফুটপাতের নানা স্থানে অসংখ্য শিশু কিশোরদের শ্রম বিক্রি করতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা গেছে, কোন কোন শিশু শ্রমিকের সর্বনিম্ন দৈনিক মজুরি ২০ টাকা থেকে সর্বোচ্চ ৮০ টাকা। যারা ওয়েল্ডিং কাজ করে তারাই ৬০/৭০ টাকা পায়। এদের কোন উৎসব ও চিকিৎসা ভাতা নেই। কাজে আসলে টাকা পায়। এমনকি এদের কোন পোশাক পরিচ্ছদ দেয়া হয় না। এদের অনেকেই হোটেলের বারান্দায় রাত কাটায়। কোন কোন শিশু শ্রমিককে সকাল থেকে রাত অবধি কাজ করতে হয়। এদের কোন ছুটিও নেই।

১৯৯০ সালে অনুষ্ঠিত শিশু সম্মেলনে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যের অবসান, শিশু অধিকারকে তুলে ধরা, শিশুর বেঁচে থাকা ও উন্নয়নে সরকারের ভূমিকা পালন করার নীতিটি উল্লেখ থাকলেও আজো অনেক শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত।

কুমিল্লার মানবাধিকার কর্মী ও সাংবাদিক ইয়াসমিন রীমা জানান, আগামী দিনের দেশের ভবিষ্যত কর্ণধারদের সুষ্ঠু জীবনযাপন নিশ্চিতকরণে জাতিসংঘের শিশু অধিকার সনদের নীতিগুলোর পাশাপাশি শিশু শ্রম বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি