সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আন্নেরা আঁর হুতুরে আনি দেন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৬

 

 

ইমতিয়াজ আহমেদ জিতু ঃchauddagram nihata poto-01

‘আঁর খোঁজ নিব কে রে, আঁই ওউন কেন্নে বাঁচমু’ আন্নেরা আঁর হুতুরে আনি দেন। এভাবেই ছেলে হারানোর কষ্টে মাতম করছিলেন নিহত আলাউদ্দিন সাব্বিরের মা আছমা বেগম।

ছেলে হারানোর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন তিনি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারো জানা নেই।

নিহত আলাউদ্দিন সাব্বির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের বড় বাড়ির মৃত আমিনুল ইসলামের ছেলে।

সৌদি আরবে তায়েফ থেকে কাজ শেষে রিয়াদে ফেরার সময় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাব্বির।

নিহত আলাউদ্দিন সাব্বিরের তিন বোনের মধ্যে বড় বোন নাছরিনের বিয়ে হয়েছে। আরও দুই বোন বিয়ের উপযুক্ত। পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই।

এদিকে, সাব্বিরের মৃত্যুর খবর শুনে স্ত্রী জরিনা আক্তার অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৯ জুন) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকা উপার্জনের তাগিদে সাব্বির ২০১৩ সালে দ্বিতীয় বারের মতো সৌদি আরব যান। তিনি ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ৫ মাসের ছুটিতে দেশে এসে চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো এলাকার নুরুল ইসলাম মেম্বারের মেয়ে জরিনা আক্তার আঁখিকে বিয়ে করেন। চলতি বছরের জানুয়ারি মাসে আবার তিনি সৌদি আরব চলে যান। ইতোমধ্যে তার স্ত্রী জরিনা আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা।

প্রতিবেশীরা জানায়, ছোটবেলা থেকেই সাব্বির শান্ত স্বভাবের ছিল। কারো সঙ্গে কখনো ঝগড়া-বিবাদ করতো না। তার মৃত্যুর ফলে এ পরিবারের ভরণ পোষণ করার আর কেউ থাকল না। সাব্বিরের পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় লোকজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি