সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদর দক্ষিণে দুটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৬

111111111111111 2222222222222222222222

০ ২৩টি ঘর, ৪টি মোটর সাইকেল ও গবাদি পশু পুড়ে ছাই
০ স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু ও সেলিম মেম্বারের নির্দেশে হামলা
০ সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও এলোপাথারি কোপের আঘাতে ৯ জন আহত
০ সুয়াগাজির বাজারের বাড়িতে যেতে পারছে না দুলাল
০ মামলা উঠিয়ে নেওয়ার জন্য নানা হুমকি প্রদান

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজির দড়িবট গ্রামে দুটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ২৩টি ঘর , গবাদি পশু, ৪টি মোটর সাইকেল পুড়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় দুই বাড়ির প্রায় ৯ জন আহত হয়।
সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজির দড়িবট গ্রামের জামাল মেম্বারের বাড়ি ও সুয়াগাজি বাজারের দুলাল মিয়ার বাড়িতে শুক্রবার (২৫ জুন) ভোররাত ৩ টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সুয়াগাজির দড়িবট গ্রামের জামাল মেম্বারের ভাই ইউনিয়ন যুবলীগ নেতা কামাল মিয়া জানান, পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে আমার চাচাতো ভাই সাজু ও তার ছেলে ফারুকের সাথে আমার দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে ফারুকের নেতৃত্বে ও ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু ও সেলিম মেম্বারের নির্দেশে সন্ত্রাসীরা প্রথমে সুয়াগাজি বাজারের দুলাল মিয়ার বাড়িতে ও দোকানে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ২১ টি ঘর পুড়ে যায় এবং প্রায় ৭/৮টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এরপর সন্ত্রাসীরা সুয়াগাজির দড়িবট গ্রামের জামাল মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা জামাল মেম্বারের বাড়ির দুটি ঘর পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেয়। এ সময় ৪টি মোটর সাইকেল পুড়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় জামাল মেম্বারের পরিবারের ৯ জন আহত হয়। আহতরা হলেন, ঝর্ণা (৩৩), অন্তরা (১২), জিহাদ (৪), জিসান (৭), জামাল মেম্বার (৫০),কামাল (৪০)। অগ্নিসংযোগের পর সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি গবাদি পশুকে রক্ষা করে বাড়ি থেকে বের করে আনে। আমাদের পরিধান করার মত কোন কাপড়চোপড়ও নেই, খাবার খাওয়ার মত কোন থালাবাটিও নেই। সুয়াগাজী বাজারের বাড়িটিও দেখতে যেতে পারছি না। সন্ত্রাসীরা এখনোও ওই বাড়ি ঘেরাও করে রেখেছে। আমরা দীর্ঘকাল ধরে আ’লীগের রাজনীতি করে আসছি। অথচ কথিত আ’লীগের সন্ত্রাসীদের হাতেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দুই বাড়িতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের।
পরদিন সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আমরা বাসা থেকে বাইরে বের হতে পারিনি।
মামলা হওয়ার পর সন্ত্রাসীরা আমাদের বাড়িতে এসে বলেছে, যদি মামলা না প্রত্যাহার করো, তাহলে আবার হামলা হবে এবং বাড়িতে সবাই গৃহবন্দি হয়ে থাকতে হবে। আমরা এখন আতংকে দিন কাটাচ্ছি।
ওই বাড়ির লোকজন আরো জানায়, ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসুর ভাতিঝা রাসেল এই এলাকায় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে। তার ভয়ে সবাই আমরা আতংকিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, পরদিন দড়িবট গ্রাম পূর্বপাড়ায় ঘটনার ছবি ধারণ করে আসার সময় সন্ত্রাসীরা আমাদের ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে যায় এবং সংবাদ পরিবেশন করলে ক্ষতি করার হুমকি প্রদান করে। আর সুয়াগাজীর বাজারে তো যেতে পারিনি। সেখানে চারদিকে সন্ত্রাসীরা মোহড়া দেওয়ায় কোন সাংবাদিক সেখানে যেতে পারেনি।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজন আটক হয়েছিল।

তবে স্থানীয় সূত্র জানায়, আটক হওয়া তিন আসামি গত বুধবার জামিনে বের হয়ে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি