শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গুলশান ট্র্যাজেডি পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

ooooপূর্বাশা ডেস্ক:

গুলশান ট্রাজেডি নেতিবাচক প্রভাব ফেলেছে দেশের পর্যটন খাতে। বেসরকারি ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব বলছে, এ ঘটনার পর বহু বিদেশি পর্যটক বুকিং বাতিল করেছেন বাংলাদেশে। কেউ কেউ পিছিয়েছেন ভ্রমণ সময়ও। এজন্য আসছে পর্যটন মৌসুমে বড় ক্ষতির আশঙ্কায় আছেন এ খাতের উদ্যোক্তারা।

এ পরিস্থিতি নিয়ে ট্যুরিজম বোর্ড বলছে, বিভিন্ন দেশের সাথে জোরদার করা হয়েছে যোগাযোগ ও প্রচারণা। শিগগিরই অবস্থার উন্নতি হবে, এমন আশাও তাদের।

পর্যটন সম্ভাবনার অপার লীলাভূমি বাংলাদেশ। চিরন্তন এই সত্য প্রমাণিত গোটা বিশ্বের কাছে।  সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ ফরেস্ট কিংবা প্রতœতাত্ত্বিক নিদর্শন কোন কিছুরই যে ঘাটতি নেই এদেশে। তাই, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে বৃহত্তম এই ব-দ্বীপ। কিন্তু, গেলো পয়লা জুলাইয়ের সন্ত্রাসী হামলায় অনেকটা পাল্টেছে সেই দৃশ্যপট।

বনানীর একটি বেসরকারি ট্যুর অপারেটরের বিক্রয় ও বিপণণ বিভাগে তিন বছর ধরে কাজ করছেন দিলরুবা শ্রাবন্তী। তার অভিজ্ঞতা হলো, গুলশান ঘটনার পর ভয়াবহভাবে কমতে শুরু করে বিদেশী পর্যটকদের বুকিং।

আরেক প্রতিষ্ঠান সিলভার ওয়েভ ট্যুরস লিমিটেডের উদ্যোক্তা জানান, ‘পর্যটনের ভরা মৌসুম অক্টোবর থেকে ফ্রেব্রুয়ারী। যার আগাম বুকিং শুরু হয় জুন জুলাই থেকে। কিন্তু এই ঘটনার পর শুধু বুকিং কমেনি তার প্রতিষ্ঠানে বুকিং বাতিল হয়েছে অন্তত বিশটি। তাই এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই’।

টোয়াবের হিসাবে, দেশে ট্যুর অপারেটর আছে ৪শ’ বেশি। যাদের প্রায় সবারই আগামী ৩ মাসের বুকিং বাতিল হয়েছে এ ঘটনায়। তাছাড়া, ইউরোপ, আমেরিকা, জাপানসহ বেশ কয়েকটি দেশে সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ ভ্রমণে।

এ অবস্থায় টোয়াবের কর্মকর্তা বলছেন, বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রেড এলার্ট জারি করেছে। যার কারণে ২০১৬ পর্যটন বছর হলেও এই খাতের জন্য তা হয়ে উঠেছে নেতিবাচক’।

চলমান এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের  প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান বলেন, ‘অবস্থার উন্নতি হবে শিগগিরই। এরই মধ্যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ এবং প্রচারণও জোরদার করা হয়েছে’।

বর্তমানে বাংলাদেশে বছরে পর্যটক আসে গড়ে ৫ লাখ। ২০১৮ সালে যা অন্তত ১০ লাখে নিতে চায় সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি