বুধবার,১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কাশ্মীরে জুলাই মাসে হত ৭৪, গণধর্ষণের শিকার ৯০


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

kasmir-400x400

পূর্বাশা ডেস্ক:

জম্মু-কাশ্মীরে গত জুলাই মাসে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৭৪ জন। এসময় গুরুতর আহত হয় ৫ হাজার ৫০৯ জন। গণধর্ষণের শিকার হয় ৯০ জন নারী। সোমবার দৈনিক পাকিস্তানের বিশেষ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

কাশ্মীর সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দৈনিক পাকিস্তান জানায়, গত জুলাই মাসেই কাশ্মীরের নিরীহ মুসলমানদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে অন্তত ৭৪ জন কাশ্মীরিকে হত্যা করে ভারতীয় সামরিক বাহিনী। নিহতদের মধ্যে ৪ জন নারী এবং ১২ জন শিশুও রয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, কাশ্মীরের স্বাধীনতাকামীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলা চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও কাঁদানে গ্যাস ছাড়ে ভারতীয় বাহিনী। হামলায় আহতদের অনেকেই চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। ভারতীয় বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে ৬০৫ জন।

এছাড়া ভারতীয় সামরিক বাহিনীর পোশাক পরে ঘরে ঢুকে অন্তত ৯০ জন নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি