শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ থেকে জাল নোট সরবরাহকারী ভারতীয় আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৬

Indian-Arrest

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ থেকে ভারতের জাল মুদ্রা সরবরাহ করার ঘটনায় রুবেল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভারতের এনআইএ। পশ্চিমবঙ্গ থেকে তাকে আটক করা হয়েছে। সে মালদার বাসিন্দা।

এনআইএ এর বিশেষ আদালত রুবেলকে ৬ দিনের পুলিশ রিমা-ে পাঠিয়েছে। সূত্র জানায়, রুবেল ইন্দো-বাংলাদেশ সীমান্ত হয়ে জাল নোট পাচার করার মূল হোতা। সে জাল নোট পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। অত:পর এখান থেকে এসব নোট অন্যান্য রাজ্যে পোঁছানো হয়।

এনআইএ এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে আটক করেছে। এর মধ্যে রুবেলসহ অপর তিনজন প্রশান্ত মন্ডল, অশোক গুপ্ত ও আনারুল পালাতক ছিল। গত মাসে তাদের ধরিয়ে দিতে প্রত্যেকের জন্য ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়।

এনআইএ সূত্র জানায়, জাল টাকার নোট পাকিস্তানে তৈরি করা হয়। এর মূল পরিকল্পনা করা হয় এখান থেকে। এনআইএর সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ভারতে ৪০০ কোটি রুপি মূল্যের জাল নোট ছড়িয়ে পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি