শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের এলএনজি টার্মিনাল নিয়ে লড়াইয়ে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০১৬

mmmm

আনন্দবাজারের প্রতিবেদন : বাংলাদেশে লিকুফায়েড ন্যাচারাল গ্যাস বা এলএনজি টার্মিনাল বসাতে তারা আগ্রহী ভারত,চীন ও দক্ষিণ কোরিয়া। এ জন্য তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন এবং বাণিজ্যিক জোট গড়তে চাচ্ছেন।

শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন গেউন হাই। বাণিজ্যিক জোটই লক্ষ্য। বাংলাদেশে লিকুফায়েড ন্যাচারাল গ্যাস বা এলএনজি টার্মিনাল বসাতে তারা আগ্রহী। তাদের রাষ্ট্রীয় সংস্থা কো-গ্যাস বাংলাদেশে প্রস্তাব পাঠিয়েছে। সব দিক বিবেচনা করে ঠিক হবে কাজটা তারা পাবে কিনা। এ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী চীন আর ভারত। চীনের হুয়ামকিউ কস্ট্রাক্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন একই প্রকল্পের দাবিদার। ভারতের পেট্রোনেট নির্দিষ্টভাবে কুতুবদিয়ায় টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে।

তিন সংস্থার প্রস্তাব বিবেচনা করছে পেট্রোবাংলা। নতুন টার্মিনাল থেকে দৈনিক ৫০ থেকে ১০০ কোটি ঘনফুট এলএনজি প্রক্রিয়াকরণ সম্ভব। কাজ শুরু হলেই সেটা হবে না। সময় লাগবে। কম করে চার থেকে পাঁচ বছর। আমেরিকার সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি আগেই হয়েছে। তারা সমুদ্রে ভাসমান এলএনজি ইউনিট নির্মাণ করবে। জ্বালানি বিভাগ দু’টি, বিদ্যুৎ বিভাগ একটি টার্মিনাল গড়বে জমিতে। জ্বালানি বিভাগের টার্মিনাল দু’টি মহেশখালি আর পটুয়াখাসির পায়রায় নির্মিত হবে।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতের রিলায়েন্সও মহেশখালিতে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে। সেটা প্রাথমিক অনুমোদনও পেয়েছে। কুতুবদিয়ায় ভারতের পেট্রোনেটের টার্মিনাল তৈরির প্রস্তাবে ভাবনা চিন্তার অবকাশ আছে। জায়গাটা স্পর্শকাতর। নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষা। এমনিতে কোনও অসুবিধে না থাকলেও নিরাপত্তার কারণে বিষয়টি বিবেচনার স্তরে আছে।

এলএনজি আমদানিতে কাতারের সঙ্গে বাংলাদেশের মৌ সাক্ষরিত। দু’দেশের সম্পর্ক ভাল। দু’টি দেশই প্রায় একই সময় স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস ১৯৭১এর ১৬ ডিসেম্বর। তার দুমাস আগে ১৯৭১এর ৩ সেপ্টেম্বর কাতারের স্বাধীনতা লাভ। ১৯৯৯তে কাতারে মেয়েরা ভোটাধিকার পায়। ২০০৫এর গৃহীত সংবিধানে সব ধর্মের স্বীকৃতি। বিখ্যাত আন্তর্জাতিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’ কাতার থেকেই সম্প্রচারিত। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২২ এ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করছে কাতার। সব দিক বিবেচনা করেই কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আগ্রহী বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি