শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৯৫ পাক যুদ্ধাপরাধীর খোঁজ শুরু করেছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

cur001পূর্বাশা ডেস্ক:

৭৪ সালের সিমলা চুক্তির আওতায় ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করার কথা ছিল পাকিস্তানেরই। কিন্তু দেশটি ৪২ বছরেও তা না করায় অবশেষে বাংলাদেশই ওইসব পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়া শুরু করেছে। এই দেশের মাটিতেই যুদ্ধাপরাধীর বিচার হবে। তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্ত এগিয়ে চলছে। এখন দেখা হচ্ছে ওইসব চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার কোন পদ্ধতিতে করা যায়।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা জানিয়েছেন।

১৯৫ পাক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ‘৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নিরীহ মানুষকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ভয়ঙ্কর যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই ১৯৫ জন যুদ্ধাপরাধী পাক সেনা কর্মকর্তার বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ওইসব যুদ্ধাপরাধীর বিষয়ে তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ করেছে বলে জানা গেছে। সরকারের গঠন করা প্রাথমিক তদন্ত কমিটি দেশের সবকটি জেলা থেকে যুদ্ধাপরাধী ১৯৫ পাক সেনা কর্মকর্তার যুদ্ধের সময়ে করা সব কৃতকর্মের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। আরো তথ্য সংগ্রহের কাজ চলছে। সূত্রমতে, সিমলা চুক্তির সময় ওই ১৯৫ পাক যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল সেসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সঙ্গে আরো কিছু যুদ্ধাপরাধের তথ্যও পেয়েছে তদন্ত কমিটি। তথ্য সংগ্রহের বিষয়ে তদন্ত কমিটির পুরো কাজ মনিটরিং করছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, সিমলা চুক্তির শর্ত পাকিস্তানই ভঙ্গ করেছে। ত্রিদেশীয় চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। চুক্তিতে ছিল, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেবে পাকিস্তান। কিন্তু এখনো ফিরিয়ে নেয়নি। ফলে ওই চুক্তি নিজেরাই লঙ্ঘন করেছে তারা। কোনো চুক্তি যদি পালন না করা হয়, তবে তা বাতিল হয়ে যায়। তাই ১৯৫ চিহ্নিত পাক যুদ্ধাপরাধীর বিচার সিমলা চুক্তির আওতায় আর পাকিস্তানকে করতে হবে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করার কথা স্বীকার করেন। এই কমিটি যুদ্ধাপরাধী ১৯৫ পাক সেনা কর্মকর্তার অপরাধের বিষয়ে তদন্ত করছে। কমিটি যুদ্ধাপরাধী ওইসব সেনা কর্মকর্তার বিষয়ে অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পুরো কাজটি সম্পন্ন হলে যাচাই-বাছাই করে বিচার কাজ শুরুর পদক্ষেপ নেয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক প্রসিকিউটর আবদুল হান্নান খান বলেন, পাকিস্তানের ১৯৫ জনের বিচারের বিষয়ে সিভিল সোসাইটি যে দাবি করছে, আমি মনে করি, এ দাবি যৌক্তিক এবং বিচার হওয়া উচিত। আমরা তদন্ত শুরু করেছি। তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ প্রায় শেষ। এর পরবর্তী ধাপ বিচার। সরকার চিন্তাভাবনা করে ঠিক করবে এই বিচার কীভাবে করা যায়।

১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে যুদ্ধবন্দি ওই ১৯৫ জন সেনা সদস্যকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল শর্ত সাপেক্ষে। পাকিস্তান তখন অঙ্গীকার করেছিল, দেশে নিয়ে ওই যুদ্ধবন্দিদের তারা নিজেরাই বিচার করবে। কিন্তু সে অঙ্গীকার রক্ষা করেনি দেশটি। এ কারণে ওই চুক্তির পরেও বিচার করার উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্র জানায়। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ এবং তার সব সংশোধনীর আলোকে ‘ইন অ্যাবসেন্সে’ (আসামির অনুপস্থিতিতে) ওইসব যুদ্ধাপরাধীদের বিচার করার কথা চিন্তা করছে বাংলাদেশ সরকার। এ জন্য পর্যালোচনা করা হচ্ছে বিভিন্ন আইন। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। সিমলা চুক্তি কার্যকরের পরও এ বিচার করা যায় কিনা এবং পাকিস্তানি নাগরিকদের বিচার ট্রাইব্যুনালে কীভাবে করা হবে সেসব বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এই বিচারের বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনাও করেছে।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ বলেন, ১৯৭৪ সালে ত্রিদেশীয় সিমলা চুক্তি অনুসারে যুদ্ধাপরাধী ১৯৫ পাক সেনা কর্মকর্তার বিচার ও বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছিল। কিন্তু দেশটি সেই চুক্তি গত ৪২ বছরেও পালন করেনি। এসব কারণেই বাংলাদেশ এখন ওইসব যুদ্ধাপরাধীর বিষয়ে নতুন করে তদন্ত করছে এবং এই তদন্ত সাপেক্ষে তাদের বিচার করতে যাচ্ছে। শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবি বাংলাদেশ ১৯৭২ সালে জাতিসংঘে তোলার চেষ্টা করলে পাকিস্তান তাদের মিত্র চীনকে দিয়ে বার বার ভেটো দেয়ার মাধ্যমে তা বন্ধ করে দিয়েছিল। তাই এখন যুদ্ধাপরাধী ১৯৫ জন পাক সেনা কর্মকর্তার বিচার বাংলাদেশেই করা হলে তা হবে একটি দৃষ্টান্ত।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে চিহ্নিত ১৯৫ পাক সেনা কর্মকর্তাকে ক্ষমা করে ছেড়ে দেয়ার বিষয়টি চ্যলেঞ্জ করে দুটি রিটও করা হয়েছিল হাইকোর্টে। যার প্রথমটি খারিজ করা হলেও দ্বিতীয়টিতে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। ওই বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. আনোয়ারুল হক রিটটি খারিজ করে দিলেও অপর বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান রুল জারি করেন। যাতে বলা হয়, যুদ্ধাপরাধ করা চিহ্নিত ১৯৫ পাক সেনা কর্মকর্তাকে ক্ষমা করে ছেড়ে দেয়া এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি কেন অবৈধ হবে না। এ ছাড়া রুলে ওই ১৯৫ পাক সেনা কর্মকর্তাদের মধ্যে যারা জীবিত আছে তাদের বাংলাদেশে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন বিচার করা হবে না তাও জানতে চাওয়া হয়। উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খান রিটটি করেছিলেন। পরে তৃতীয় বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

মহান মুক্তিযুদ্ধের সময় নিরপরাধ নিরস্ত্র বাঙালিদের হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ধর্মান্তরের মতো চরম যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত ১৯৫ পাক সেনা কর্মকর্তা বিচার ও তাদের পাকিস্তানে হস্তান্তরের জন্য ১৯৭৪ সালে ভারতের সিমলায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল ঐতিহাসিক ত্রিদেশীয় চুক্তি। যা সিমলা চুক্তি হিসেবেই বেশি পরিচিত। বিশেষজ্ঞরা জানান, ওই চুক্তির প্রধান বিষয় ছিল যুদ্ধাপরাধী ১৯৫ পাক সেনা কর্মকর্তার বিচার পাকিস্তানের মাটিতেই করা। যার জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে। পাকিস্তানও তাদের ওইসব সেনা কর্মকর্তার দোষ স্বীকার করে তাদের বিচারের কথা বলে দেশে ফেরত নিয়ে যায়। এরপর এখন পর্যন্ত পাকিস্তান না করেছে ওই ট্রাইব্যুনাল, না করেছে যুদ্ধাপরাধীদের বিচার। উল্টো ওই ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে দেশটি।

এ বিষয়ে ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর ড. তুরিন আফরোজ ভোরের কাগজকে বলেন, পাকিস্তানি ১৯৫ জন সেনা যুদ্ধাপরাধীর বিচারের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছে একটি কমিটি। কমিটির তদন্ত শেষ হলেই তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেবে। তারপর প্রসিকিউশন যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে। এক প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনাল’স আইনানুযায়ী চিহ্নিত পাক যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি