রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১৮ অক্টোবর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৬

132710khaladazia_(2)_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার তিন মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ঠিক করেন।

২০১৫ সালের প্রথম দিকে দারুসসালাম এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করেন পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বিশেষ ক্ষমতা আইনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।

মামলায় বেগম খালেদা জিয়া ও আমানউল্লাহ আমানসহ চার জন জামিনে রয়েছেন। অপর আসামিরা পলাতক রয়েছেন। মামলাগুলোতে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লা আমান, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সফু, সৈয়েদা আশিফা আশরাফি পাপিয়াসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি