রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌযানের বেহাল দশা, বিপাকে যাত্রীরা


মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌযানের বেহাল দশা, বিপাকে যাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

kawrakandi-simulia-1-550x413

পূর্বাশা ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে ঈদ, নাড়ির টানে ইতোমধ্যেই নগর ছাড়তে শুরু করেছে মানুষ। অন্যদিকে নদীর বৈরী আচারণে বিপাকে পড়ছে এসব ঘরে ফেরা মানুষগুলো । নদীর তীব্র স্রোত, নাব্য সংকট আর ফিটনেসবিহীন নৌযান। এতোসব সমস্যা সঙ্গে নিয়েই মাওয়া-কাওড়াকান্দি রুট হয়ে এবারের ঈদে বাড়ি ফিরবেন দেশের ২১টি জেলার প্রায় ৫০ লাখ মানুষ।

তীব্র স্রোতের বিপরীতে শত চেষ্টা করেও যাত্রীবাহী লঞ্চটি তার গন্তব্য ঠিক রাখতে পারছে না। লঞ্চটির এ অসহায় আত্মসমর্পণের চিত্রই বলে দেয় প্রমত্তা পদ্মার মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচল করা লঞ্চগুলোর বেহাল অবস্থার কথা। একই অবস্থা পদ্মায় চলাচল করা স্পিড বোটগুলোরও। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেপোরোয়া গতিতে চলছে স্পিডবোট। অধিকাংশ যাত্রী পরছেন না লাইফ জ্যাকেট। যাত্রীদের দাবি, অতিরিক্ত মুনাফার লোভে লঞ্চ ও স্পিডবোট মালিকরা যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় আনছে না। এর বিপরীতে নাব্য সংকটে মাওয়া-কাওড়াকান্দি রুটে প্রতিদিনই লঞ্চ ও ফেরি আটকে যাচ্ছে বলে অভিযোগ মাস্টারদের।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, উত্তাল পদ্মায় নৌযানে অতিরিক্ত যাত্রী বহন ও মালিকদের মুনাফার লোভ না নিয়ন্ত্রণ করা গেলে ঈদে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। তবে সরকার বলছে, যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর সব ব্যবস্থা নেয়া হয়েছে।

ঈদে যাত্রী পারাপার সহজ করতে নদীতে ড্রেজিং ব্যবস্থাসহ নৌ মন্ত্রী নানা পদক্ষেপের কথা বললেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যাত্রী কল্যাণ সমিতির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি