শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু স্যাটেলাইট: এইচএসবিসির সঙ্গে ১৪০০ কোটি টাকার ঋণচুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৬

bb-sat-1

ডেস্ক রিপোর্ট ঃ

মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে অর্থায়নের জন্য হংক সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

শুক্রবার বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও এইচএসবিসি বাংলাদেশের ডেপুটি সিইও মাহবুব উর রহমান চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “১৫৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশের টাকায় প্রায় ১৪০০ কোটি টাকার এই ঋণের ইন্টারেস্ট রেট এক দশমিক ৫১ শতাংশ। ঋণ শোধের সময় ১২ বছর এবং ২০ কিস্তিতে এ ঋণ শোধ করতে হবে।”

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ, সিস্টেম ক্রয় ও গ্রাউন্ড স্টেশন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান।

এতো কম সুদে বাংলাদেশ এই প্রথম ঋণ পাচ্ছে দাবি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “এই ঋণ জোগাড়ে কিছুটা সময় লেগেছে, কম সুদে ঋণ পেতে এই সময় লেগেছে।

“স্যাটেলাইট নির্মাণ, গ্রাউন্ড স্টেশন তৈরি, ইন্সুরেন্স, আকাশে উড়ার পর আগামী তিন বছরের জন্য আনুষাঙ্গিক খরচ এ ঋণের মধ্যে রয়েছে।”

২০১৭ সালের ১৬ ডিসেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণের আশা প্রকাশ করে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ করতে দ্রুত কাজ করা হচ্ছে।”

প্রকল্পটির কাজের পর্যায়ক্রমিক অগ্রগতি সবার সামনে তুলে ধরা হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের ও বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি