শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের সম্মেলনে ২ দুই কোটি টাকার খাবারের আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

 249348_1
ডেস্ক রিপোর্ট ঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে প্রায় দুই কোটি টাকার খাবার পরিবেশন করা হবে। ডেলিগেট, কাউন্সিল এবং অতিথিসহ মোট ৩৫ থেকে ৪০ হাজার লোককে আপ্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রতি জনের পেছনে খাবার খরচ ধরা হয়েছে ৪০০ টাকা। সে হিসেবে ১ কোটি ৬০ লাখ টাকাসহ সব মিলিয়ে আপ্যায়ন খাতে খরচ হবে প্রায় ২ কোটি টাকা। সম্মেলন উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, ‘প্রায় ২ কোটি টাকার মতো খরচ হতে পারে। তবে টাকার এ অঙ্কটা বাড়তে বা কমতে পারে।’

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, ২২ অক্টোবর দুপুর ও রাত এবং ২৩ অক্টোবর দুপুরে কাউন্সিলর এবং ডেলিগেটদের আপ্যায়ন করা হবে। এর মধ্যে ২২ তারিখ দুপুরে মোরগ পোলাও, হাফ লিটার কোক, পানির বোতল, ফিরনি, পান, টিস্যু এবং কাটা চামচ দেওয়া হবে। রাতে থাকবে মাটন রেজালা। আর ২৩ অক্টোবর সাদা পোলাও এবং মুরগির রোস্ট পরিবেশন করা হবে।

এদিকে, ৪০ হাজার লোকের বাইরে যেসব বিদেশি অতিথি সম্মেলনে যোগ দেবেন তাদের আপ্যায়নের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। সেটার দেখভাল করবে অভ্যর্থনা উপ-পরিষদ।

এবিষয়ে খাদ্য উপ-কমিটির সদস্য শাহ আলম মুরাদ বলেন, ‘এটা অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিম ভাই বলতে পারবেন। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

সূত্র জানায়, আওয়ামী লীগের সম্মেলনে খাবার পরিবেশন করবে ইকবাল কেটারিং, সোনারগাঁও কেটারিং ও পিআর সর্দার কেটারিং। প্রয়োজনে এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও খাবার নেওয়া হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি