রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুয়ার্তের মাদকযুদ্ধে প্রথম ১০০ দিনে নিহত ৩ হাজার ৭০০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

philippines-550x366

পূর্বাশা ডেস্ক:

ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্তের ঘোষিত মাদকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। প্রথম ১০০ দিনের এ যুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের ৬৫ বছরের পূরনো সামরিক মিত্রতাও বাতিল করেছেন দুয়ার্তে। ক্ষমতায় আসার পরই তিনি মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেন। দেশ থেকে মাদক ও মাদকাসক্ত নির্মুল আর নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। প্রতিশ্রুতি রক্ষায় তার নির্দেশে প্রতিদিন গড়ে প্রায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দুয়ার্তে জানিয়েছিলেন, তার দেশে প্রায় ৩৭ লাখ লোক এ্যামফেটামাইন জাতীয় মাদকে আসক্ত। স্থানীয়ভাবে এই মাদক সাবু নামে পরিচিত।

দুয়ার্তে প্রত্যেক ফিলিপিনোকেই মাদকসেবী ও ব্যাবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে উৎসাহ দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, এ ক্ষেত্রে পুলিস ও সেনা সদস্যরাও তাদের সহায়তায় এগিয়ে আসবে।

হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিপাইনে সাম্প্রতিক নিহতের ঘটনাগুলো এনকাউন্টারের মাধ্যমে সংঘটিত হয়েছে। মোটরসাইকেল নজরদারি বাহিনী, পুলিস এবং সাদা পোশাকের অস্ত্রধারীদের হাতে এসব এনকাইন্টারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতের পাশাপাশি আরও প্রায় ২৬ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় অবস্থা বেগতিক দেখে বেশ কয়েক হাজার মাদক সংশ্লিষ্ট ব্যাক্তি আত্মসমর্পনও করেছে। এ অবস্থায় দেশটির জেলখানা ও সংশোধনাগারগুলোতে এখন উপচে পড়া ভিড়।

সম্প্রতি নিজ শহরে এক সংবাদ সম্মেলনে দুয়ার্তে নিজেকে ফিলিপাইনের হিটলার আখ্যায়িত করে মাদকাসক্তদের বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘হিটলার ৩০ লাখ ইহুদি মেরেছিলেন, আর এখানে আছে ৩০ লাখ মাদকাসক্ত। তাদের হত্যা করলে আমি সুখী হবো।’

নিজ দেশ সহ আন্তর্জাতিকভাবে দুয়ার্তের মাদকযুদ্ধ চাপের মুখে পড়ছে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে।

রোমান ক্যাথলিক চার্চ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন ফিলিপাইনের সাম্প্রতিক হত্যাকান্ডগুলোকে মানবাধিকারের লঙ্ঘন বলে চিহ্নিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি