রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টাম্পাকোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

base_1476085351-base_1475265027-1

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কারখানার পাশে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

জেলা প্রশাসক বলেন, ‘কারখানার ধ্বংসাবশেষে উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মী ও সেনাবাহিনী ডগ স্কোয়াড দিয়ে তন্নতন্ন করে খোঁজা হয়েছে। সেখানে আর কোনো লাশ পাওয়া যায়নি। তাই উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।’ এসময় তিনি উদ্ধার কাজে অংশ নেওয়া সকল বাহিনী ও সংস্থার কর্মী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

তিনি জানান, টানা এক মাস ধরে চলা এ উদ্ধার অভিযানে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৬ জনকে আহতাবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আট জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যে নয় শ্রমিক নিখোঁজ রয়েছেন, মর্গে রাখা লাশগুলো তাদের বলেই ধারণা করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিউল আজম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, শিল্প পুলিশের এএসপি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে গাজীপুরের টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি