বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

base_1476126837-photo-1475332453

পূর্বাশা ডেস্ক:

ব্রহ্মপুত্রের পানিবণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে বহুপক্ষীয় ও সহযোগিতামূলক প্রক্রিয়া স্থাপনে আগ্রহ দেখিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত এক গণমাধ্যমে গতকাল প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে লাইভমিন্ট এ তথ্য জানিয়েছে।

এর আগে নিজস্ব জলবিদ্যুেকন্দ্রের কার্যক্রম শুরু করতে ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল চীন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান নদী-সংক্রান্ত বিরোধে এর মাধ্যমে দেশটির জড়িয়ে পড়া নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গতকালের ওই নিবন্ধে বিষয়টিকে ভিত্তিহীন বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের ওই নিবন্ধে বলা হয়, চীন ও ভারতের সম্পর্কের ওপর কাল্পনিক কোনো পানিযুদ্ধের প্রভাব পড়া উচিত হবে না। অস্ত্র হিসেবে ব্রহ্মপুত্রের পানি ব্যবহারের কোনো ইচ্ছাও বেইজিংয়ের নেই। বরং ভারত ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে নদীটির পানিবণ্টনের জন্য একটি বহুপক্ষীয় প্রক্রিয়া স্থাপনে আগ্রহী চীন।

প্রসঙ্গত, আন্তঃদেশীয় নদীগুলোর পানিবণ্টন নিয়ে ভারত ও চীনের মধ্যে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। এ কারণে সহযোগিতামূলক বহুপক্ষীয় পানিবণ্টন প্রক্রিয়া নিয়ে চীনের এ আগ্রহ প্রকাশকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।

নিবন্ধে আরো বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চীনের ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর পানিপ্রবাহ বন্ধের খবরে ভারতীয় জনগণের ক্ষিপ্ত হয়ে ওঠা স্বাভাবিক। দক্ষিণ-পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে উত্পত্তি হওয়া নদীটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। তিন দেশের অববাহিকা অঞ্চলে পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্স হিসেবে বিবেচিত ব্রহ্মপুত্র। এ কারণে নদীটির একটি শাখার প্রবাহ বন্ধ করে দেয়ায় ভারতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবচেয়ে বেশি। কিন্তু ভাটির দেশগুলোর জনগণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করছেন। ব্রহ্মপুত্রের শাখা শিয়াবুকুতে স্থাপিত বাঁধের পানি ধারণক্ষমতা গোটা নদীর পানিপ্রবাহের দশমিক শূন্য ২ শতাংশ মাত্র।

পানিসম্পদের যথাযথ উন্নয়ন ও সদ্ব্যবহারই এ প্রকল্পের উদ্দেশ্য উল্লেখ করে নিবন্ধটিতে বলা হয়, ‘এতে ভারতের বিরূপ প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। বরং যে বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত তা হলো, শিয়াবুকুর ওপর বাঁধ নির্মাণের সঙ্গে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান পানি বিরোধের সম্পর্ক খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তানকে নীরব সমর্থন জোগানোর মাধ্যমে দক্ষিণ এশীয় দেশ দুটির মধ্যে তথাকথিত ‘পানিযুদ্ধে’ অংশ নেয়ায় চীন আগ্রহী বলে অপপ্রচার চালাচ্ছে ভারতের কিছু স্থানীয় সংবাদ মাধ্যম।

শিয়াবুকুতে বাঁধ নির্মাণের বিষয়টির অন্য অর্থ খোঁজা নিরর্থক জানিয়ে নিবন্ধে বলা হয়, এর নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে। ব্রহ্মপুত্রের প্রবাহকে চীন প্রভাবিত করায় ভাটির দেশ হিসেবে ভারতের কাছ থেকে সংবেদনশীল প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। কিন্তু চীন কখনই ব্রহ্মপুত্রের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি