শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবা কিংবা মায়ের অনুপস্থিতিতে শিশুদের ধূমপানাসক্তি ৩ গুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

children-550x367
ডেস্ক রিপোর্ট :

বিচ্ছেদের পথে হাঁটা আপনার বিষাদের কারণ হবেনা শুধু; তা আপনার সন্তানের উপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

হঠাৎ করেই বাবা কিংবা মায়ের অনুপস্থিতিতে ছেলে-মেয়েরা নতুন কোন বিষয় বাজিয়ে দেখার সুযোগ পায়।

গবেষকরা বলছেন, যেসব শিশু বাবা-মা দুজনের সঙ্গে থাকতে না পেরে কেবল এ দুইয়ের একজনের সঙ্গে থাকে তারা অন্য শিশুদের চেয়ে ৩ গুন বেশি হারে ধূমপান এবং মদ্যপানে আসক্ত হয়। এমনকি কৌশোরে পা দেওয়ার আগেই এমনটা হয়ে থাকে। বাবা কিংবা মায়ের অনুপস্থিতি তাই অল্প বয়সেই ফুসফুস ক্যান্সার ও হৃদরোগের কারণ হতে পারে।

২০০০ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া প্রায় ১১ হাজার শিশুর মধ্যে পরিচালিত একটি জরিপ নিয়ে গবেষণা করেন লন্ডন ইউনিভার্সিটি কলেজের একদল গবেষক। জরিপে অন্তর্ভূক্ত করা শিশুদের ৯ মাস, ৩ বছর, ৫ বছর, ৭ বছর এবং ১১ বছর বয়সের বিভিন্ন পর্যায় নিয়ে গবেষণা পরিচালিত হয়।

গবেষকরা দেখেন, ৭ বছর বয়স পর্যন্ত প্রতি চার শিশুর অন্তত একজনের বাবা কিংবা মায়ের অনুপস্তিতি রয়েছে। এই অনুপস্থিতির কারণ মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদ। আর এসব শিশুরাই সাধারন শিশুদের চেয়ে ৩ গুন বেশি হারে ধূমপান করতে শিখে এবং ১১ বছরে পা দেবার আগেই ৪৬ শতাংশ বেশি হারে তারা মদ্যপানের দিকে ঝুঁকে।

গবেষকরা মনে করেন, মূলত বাবা-মায়ের পর্যবেক্ষণের ঘাটতি থাকলেই এমনটি হয়ে থাকে।

বাল্যকালের রোগ নামে একটি আর্কাইভে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি