রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজনৈতিক সহিংসতায় পাউবোর এক প্রকল্পে ১১৪ কোটি টাকা গচ্চা


রাজনৈতিক সহিংসতায় পাউবোর এক প্রকল্পে ১১৪ কোটি টাকা গচ্চা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

water_sm20160524053845

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে পানি সম্পদ মন্ত্রণালয় ২০১৩ সালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছিল। প্রকল্পটি ছিল নেদারল্যান্ডের আর্থিক সহায়তায়। এ কাজ ২০১৪ সাল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক সহিংসতায় কাজ শুরু দুই বছর পিছিয়ে যায়। কাজ শুরু হয় ২০১৬ সালে। ততদিনে ব্যয় বেড়ে যায় প্রায় ২০ ভাগ। ফলে একই প্রকল্প সম্পন্ন করতে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে ১১৪ কোটি টাকা।

জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীর ২২টি পোল্ডারের উন্নয়নে ৫৭০ কোটি টাকার এ প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের সহ-বাস্তবায়নকারী মন্ত্রণালয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের পরিধি দশ উপজেলার ১ লাখ ২০ হাজার হেক্টর জমি। যেখানে লবণাক্ততার কারণে কোনো বছর এক ফসল চায় হয়, কোনো বছর একটিও না। এ প্রকল্পের উদ্দেশ্য হলো পানি ব্যবহারজীবীদের সমন্বয়ে কমিটি গঠন ও তা শক্তিশালীকরণ, পানির সঠিক ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা সৃষ্টি এবং এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং জীবনযাত্রার উন্নয়ন সাধন। এ উদ্দেশ্য বাস্তবায়ন হলে চার জেলার আবাদি জমির উৎপাদন নিবিড়তা ২০ শতাংশ বৃদ্ধি

পাবে। আগে এসব জমিতে ১টি বা দুটি ফসল উৎপাদন হয়, পানি ব্যবস্থাপনার ফলে দুই বা তিনটি ফসল উৎপাদন হবে। এর ফলে ফসল উৎপাদন বাড়বে প্রায় ৩০ শতাংশ। পাশাপাশি বর্তমানে সেখানে অতিদরিদ্রের হার আছে ২১ দশমিক শূন্য ৫ শতাংশ। প্রকল্প বাস্তবায়ন হলে এ হার নামবে অর্ধেকে।

সূত্র জানায়, ২০১৩ সালের এ প্রকল্প বাস্তবায়নে চুক্তির পর পরই দেশে রাজনৈতিক সহিংসতা শুরু হয়। ২০১৪ সালজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে পরের বছর ২০১৫ সালে নতুন করে সহিংসতা শুরু হয়। এ কারণে প্রকল্পে কর্মকা- বাধাগ্রস্ত হয়। ফলে দাতারাও তহবিল সরবরাহে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ২০১৫ সালের শেষের দিকে রাজনৈতিক স্থিতিশীলতা আসে। তখন বাংলাদেশের টাকার বিপরীতে ইউরোর মান অবমূল্যায়ন ১০০ টাকা থেকে নেমে ৮৩ টাকায় পৌঁছে। ফলে ৫৭০ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৮৪ টাকায়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। প্রকল্প মেয়াদ দুবছর বেড়ে যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে দাতা সংস্থা নেদারল্যান্ড সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে। শীঘ্রই চূড়ান্ত হবে। বর্তমান টাকার বিপরীতে ইউরোর মূল্যমান ঠিক থাকলে ২০ শতাংশ খরচ বাড়তে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি