রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সীমান্তে সেনা পাঠিয়েছে মিয়ানমার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

base_1476158439-1450108809

পূর্বাশা ডেস্ক:

পুলিশ চৌকিতে হামলার পর আক্রমণকারীদের সন্ধানে সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা তত্পরতা বৃদ্ধি করেছে মিয়ানমার। গতকাল মিয়ানমার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। হামলার ঘটনায় নয় পুলিশ সদস্য নিহত হন। খবর রয়টার্স।

রোববার ভোরে বাংলাদেশ সীমান্তের কাছে মংদু এলাকার তিনটি পুলিশ চৌকিতে হামলা চালানো হয়। তিনটি পৃথক হামলার পেছনে দেশটির নির্যাতিত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায় জড়িত বলে মিয়ানমার কর্তৃপক্ষ ধারণা করছে। হামলাকারীরা সীমান্ত পুলিশ চৌকি থেকে ৫০টির বেশি আগ্নেয়াস্ত্র এবং ১০ হাজার রাউন্ডের বেশি গুলি নিয়ে গেছে। এছাড়া এ হামলায় নয় পুলিশ সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এ সময় আট আক্রমণকারী নিহত ও দুজনকে আটক করা হয়েছে বলে মিয়ানমার পুলিশ জানিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাংশে জনসংখ্যার অধিকাংশই রোহিঙ্গা। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি দেয়া নিয়ে সংঘাত চলছে। প্রায়ই তাদের চলাচলের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

এদিকে রোববারের হামলার পর মংদু কর্তৃপক্ষ পাঁচ বা ততোধিক মানুষের সমাবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা সম্প্রসারণ এবং সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এছাড়া সামরিক বাহিনী সীমান্তবর্তী অঞ্চলে হেলিকপ্টারে করে সেনা নামিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি