শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে শেভরনের ব্যবসা কিনতে আগ্রহী পেট্রোবাংলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

base_1476387867-kk

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনের বাংলাদেশের ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করেছে পেট্রোবাংলা। পাশাপাশি ভারতের একটি ও হংকংভিত্তিক দুটি প্রতিষ্ঠানও বাংলাদেশে শেভরনের ব্যবসা কিনতে আগ্রহী। শেভরন বাংলাদেশের ব্যবসার অংশ ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশের পর এমন আগ্রহ প্রকাশ করেছে তারা।

খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা শেভরনের ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করলেও কোনো পক্ষই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশে শেভরনের ব্যবসার সম্ভাব্য মূল্য ২ বিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ থেকে ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেয়ার পরিকল্পনা নেই শেভরনের। স্টেক বা অংশ বিক্রি করে বাংলাদেশেও অপারেটর হিসেবে থাকতে চায় তেল-গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি শেভরন।

শেভরনের ব্যবসা কিনতে সরকারের আগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বণিক বার্তাকে বলেন, বাংলাদেশে ব্যবসা বিক্রির বিষয়টি গণমাধ্যমকে শেভরনের প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু শেভরনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পেট্রোবাংলাকে এখনো কিছু জানানো হয়নি। আর তাদের ব্যবসা কেনা অসম্ভব কিছু নয়। পেট্রোবাংলার পক্ষে এককভাবে না হলেও সরকারি সহযোগিতায় এটি সম্ভব।

বাংলাদেশ থেকে শেভরনের ব্যবসা গুটিয়ে নেয়ার বিষয়ে গত ১০ সেপ্টেম্বর ‘শেভরন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কি?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। পেট্রোবাংলার সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্যবসা বিক্রির জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দিয়েছে শেভরন। দেশী-বিদেশী একাধিক প্রতিষ্ঠানের কাছে ব্যবসা বিক্রির ইচ্ছার কথা জানিয়েছে কোম্পানিটি। বাংলাদেশে ব্যবসা বিক্রির পরিকল্পনার কথা গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানায় শেভরন। এর আগে গত মঙ্গলবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে ব্যবসা বিক্রি থেকে ২০০ কোটি ডলার সংগ্রহ করতে চায় প্রতিষ্ঠানটি।

পেট্রোবাংলার ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির হাতে তহবিল রয়েছে ১০ হাজার ৯৭৭ কোটি টাকার। এর মধ্যে গ্যাস উন্নয়ন তহবিলের (জিডিএফ) আকার ৩ হাজার ৭২ কোটি টাকা। এছাড়া আয়ের সঞ্চিতি রয়েছে ৬ হাজার ২১১ কোটি ও মূলধন সঞ্চিতি ১ হাজার ৬৯৪ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সক্ষমতা থাকলেও গ্যাস উত্তোলনে আন্তর্জাতিক মান বাংলাদেশের আছে কিনা, সেটি খতিয়ে দেখার বিষয়। শেভরনের মতো আন্তর্জাতিক মান ধরে রাখতে পেট্রোবাংলা কতটা সক্ষম হবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে ব্যবসার পুরো অংশ বিক্রি না করে শেভরন যদি বাংলাদেশে থেকে যায়, তাহলে তাদের তদারকিতেই পেট্রোবাংলার মাধ্যমে গ্যাসফিল্ড পরিচালনার পূর্ণ সক্ষমতা সরকারের রয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে।

জানা গেছে, পেট্রোবাংলা ছাড়াও তেল-গ্যাস উত্তোলনকারী ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনও বাংলাদেশে শেভরনের ব্যবসা কেনার আগ্রহ দেখিয়েছে। এছাড়া হংকংভিত্তিক ইউনাইটেড এনার্জি গ্রুপ লিমিটেড চীনের ওরিয়েন্ট গ্রুপের সঙ্গে যৌথভাবে দরপ্রস্তাব জমা দিয়েছে। এর বাইরে হংকংভিত্তিক ব্রাইটঅয়েল পেট্রোলিয়াম হোল্ডিংস লিমিটেডও বাংলাদেশে শেভরনের ব্যবসা কিনতে আগ্রহীদের তালিকায় রয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় এর প্রভাব পড়েছে শেভরনের মুনাফায়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান দেড় বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর ফলে সম্প্রসারণের কাজ শুরু করতে তারল্য সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। এ সংকট নিরসনে বাংলাদেশসহ কিছু দেশের ব্যবসা বিক্রির পরিকল্পনা করছে শেভরন।

এশিয়া অঞ্চল থেকে শেভরনের ব্যবসা বিক্রির তথ্য জানা যায় গত মাসে। তথ্য অনুযায়ী, এশিয়ায় প্রায় ৫ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে শেভরন। চীনে শেভরনের তেল প্রকল্প বিক্রির পাশাপাশি ইন্দোনেশিয়ায় ২ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্রেতা অনুসন্ধানের বিষয়টিও জানা গেছে। একই সঙ্গে জানা গেছে থাইল্যান্ড প্রকল্প ছেড়ে দেয়ার আভাসও।

শেভরন বাংলাদেশে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার— এ তিনটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। উত্তোলিত গ্যাস রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে বিক্রি করছে তারা। গত বছর দৈনিক গড়ে ৭২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া একই সময়ে উৎপাদন করা হয় তিন হাজার ব্যারেল কনডেনসেট। বাংলাদেশে শেভরনের বিনিয়োগের পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি