বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বৈশ্বিক উষ্ণায়ণে মরুভূমি হয়ে যাচ্ছে ইউরোপের বিশাল অঞ্চল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

tabernas-spain-550x413

পূর্বাশা ডেস্ক:

বিগত ১০ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি খরা এবং তাপ প্রবাহে ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপের বেশ কিছু অঞ্চল মরুভূমিতে পরিনত হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ঊনিশ শতকের শেষের দিক থেকে বর্তমান সময় পর্যন্ত ওই অঞ্চলের গড় তাপমাত্রা ইতোমধ্যেই ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। ফ্রান্সের এ্যাইক্স মাশালেঁ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞানীরা তাদের এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন, মনুষ্য নির্মিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুমন্ডলে ক্ষতিকর গ্রীনহাউস গ্যাসের যে বিশাল চ্যাম্বার গড়ে উঠেছে তা দ্রুত হারে কমাতে না পারলে অবধারিতভাবেই ভূমধ্যসাগরীয় অঞ্চল এমন কিছু দেখতে যাচ্ছে যার নজির সেখানে কখনোই ছিলো না।

গবেষণা প্রতিবেদনে দেখা যায়, নিশ্চিতভাবেই স্পেন ও পর্তুগালের দক্ষিণাঞ্চল এবং মরক্কো, আলজেরিয়া ও তিউনেসিয়ার উত্তরাঞ্চল সহ সিসিলি, দক্ষিণ তুরস্কের বেশ কিছু অঞ্চল নিয়ে বিশাল একটি এলাকা ধূ ধূ বালুচরে পরিনত হচ্ছে।

নাটকীয়ভাবে ওই এলাকা থেকে বিভিন্ন ধরণের গাছ যেমন- আম্ব্রেলা পাইন, জলপাই বাগান এবং ওক গাছের ছোট ছোট বনভূমিগুলো উধাও হয়ে যাচ্ছে।

গত বছর প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে অন্তত ২০০ সরকার প্রধান একমত হয়েছেলেন যে, পৃথিবীপৃষ্ঠ থেকে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে আনা হবে। ক’দিন পরই আবারও এ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে মরক্কোতে।

মাশালেঁ বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক জইল গটের মতে, যদি পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা অন্তত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব হয় তবে ইউরোপের বিশাল অংশকে ১০ হাজার বছরের চিরাচরিত ভূ-প্রকৃতিতে আটকে রাখা সম্ভব হবে। এই অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই অতি দ্রুত তাপমাত্রা নির্গমন করতে হবে।

বৈশ্বিক উষ্ণায়ণ ভূমধ্য অঞ্চল গুলোর জন্য খুবই সংবেদনশীল। কারণ, আটলান্টিকের ঝড় গুলো ধীরে ধীরে উত্তর দিকে সরে যাওয়ার অর্থই হলো ভূমধ্যাঞ্চলে আরও বেশি সূর্য এবং কম বৃষ্টি।

ইতিহাসে দেখা গেছে বেশ কয়েকবারই ভূমধ্যাঞ্চলে গরম এবং খরা আঘাত হেনেছে। ১৪০০ সালের মধ্যকার কোন এক সময়ে দেখা গিয়েছিলো অটোমান সা¤্রাজ্যের অনেক লোক তাদের নিষ্ফলা খামারগুলোকে ত্যাগ করে যাযাবরের জীবন বেছে নিয়েছিলো।

গত বছর ইউএস জার্নালে ন্যাশনাল এ্যাকাডেমি অব সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছিলো- মনুষ্য সৃষ্ট কারণে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচন্ড খরা সিরিয়ার গৃহযুদ্ধের নেপথ্য হিসেবে বড় ভূমিকা রেখেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি