রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভয়ংকর আসামিদের বিচার হবে অনলাইনে : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

1477590792
পূর্বাশা ডেস্ক:
শিশু সুরক্ষায় ১০৯৮ হেল্পলাইন উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে অনলাইনে বিচার নিষ্পত্তির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, সারাদেশের আদালতগুলোর সঙ্গে বিশেষ করে নবনির্মিত যে কারাগার আছে, সেগুলোর সাথেই কোর্ট রুম স্থাপন করা হবে। যেসব আসামি ভয়ঙ্কর ও দুর্ধর্ষ প্রকৃতির, যাদের বারবার আদালতে আনা নেওয়া করাটা সমস্যা, তাদের জন্য সেখানেই আদালত বসবে। সেখানে তাদের আইনজীবীরা থাকবে এবং অন-লাইনে বিচার হবে। এই অন-লাইনের বিচার কার্যক্রম শুরু করতে আমি ইতোমধ্যেই নির্দেশ দিয়েছি। আর শিশু আদালতের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
 বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রকল্প তিনটি হলো শিশুদের সুরক্ষায় ‘১০৯৮’ হেল্প লাইন, বাগেরহাটের মংলায় ৫০ হাজার মেট্রিক টন শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন কংক্রিট গ্রেইন সাইলো এবং খননকৃত মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল ও এর ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন।
 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও জাতির জন্য সর্বনাশা প্রকল্প গ্রহণ করে এবং দেশকে পিছিয়ে নিয়ে যায়। এ কারণে অন্যের কাছে হাত পেতে চলতে হয়। আসলে বিএনপি-জামায়াত জোট সরকারের চিন্তাভাবনাই ছিল দেশে খাদ্য ঘাটতি রাখা। কারণ খাদ্য ঘাটতি থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে। শিশুদের ওপর নির্যাতন বন্ধে ‘হেলপ লাইন এর উদ্বোধন করে এ বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজকে সচেতন করতে হবে। মানুষের মধ্যে সু-প্রবৃত্তি থাকে, কু-প্রবৃত্তিও থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সচেতনতা সৃষ্টি কতে হবে, মানুষের মধ্যে যেন পশুত্ব জেগে না ওঠে। নিজের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা যে নিজের হতে পারে, সেই চিন্তা থেকে নিজের ভেতরের মানবিক গুণাবলীটা জাগিয়ে তুলতে হবে।
 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এবং ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ এর কল সেন্টারের ১০৯৮ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা এর সেবা পাওয়া যাবে। যে কোনো শিশু ১০৯৮ নম্বরে ফোন করে ঝুঁকি বা নির্যাতনের কথা জানিয়ে সহায়তা চাইতে পারবে। চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর কেন্দ্রীয় কলসেন্টারে কর্মরত সমাজকর্মীগণ দুস্থ এবং সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের টেলিফোনের মাধ্যমে তাদের প্রয়োজন মাফিক তথ্য ও কাউন্সেলিং সেবা প্রদান করে থাকেন। অনুষ্ঠানের শুরুতে চাইল্ড হেল্প লাইন বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। ইউনিসেফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় ১২৫ দশমিক ৪৬ কোটি টাকা ব্যয়ে ‘চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)’ শীর্ষক একটি কারিগরি প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর ২০১৫ সালের ডিসেম্বরে অনানুষ্ঠানিকভাবে ১০৯৮ এই হেল্পলাইনের কার্যক্রম শুরু করে। চাইল্ড হেল্পলাইন-১০৯৮ ব্যবহারের মাধ্যমে এ পর্যন্ত সারা দেশে ৩৭৯টি বাল্যবিবাহ বন্ধ করাসহ মোট ২০৭০ জন শিশুকে বিভিন্ন ধরনের নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
 
গতকাল আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের কল সেন্টারে ফোন করে শেখ হাসিনা এই হেল্প লাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অপর প্রান্ত থেকে অপারেটর পরিচয় জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘আমি শিশু না। আমাকে অবশ্য ৭০ বছর বয়স্ক শিশু বলা যেতে পারে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই হেল্প লাইন উদ্বোধন করলাম। যারা এখানে কাজ করবেন, তারা সচেতন থাকবেন। আমরা আমাদের মতো চেষ্টা করব, এই শিশুদের কীভাবে সাহায্য করা যায়। যখনই কোনো শিশু বিপদে পড়বে, তারা এখানে ফোন করে সাহায্য পাবে। যারা অপরাধ করবে তারাও ভয় পাবে।’ বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ছেলে-মেয়েকে বিয়ে দিলেই সমস্যার সমাধান হল না। তাকে লেখাপড়া শেখাতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। হেল্পলাইনে ফোন করে প্রধানমন্ত্রী অপারেটরের কাছে জানতে চান, ‘একজন ৭০ বছরের শিশু হিসাবে আমি কী সহায়তা পেতে পারি? জবাবে ১০৯৮-এর অপারেটর জানান, তথ্য সহায়তা সেবা, আইনি সেবা, কাউন্সিলিং সেবা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধারে সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া স্কুলে কোনো সমস্যা হলেও শিশুরা বলতে পারবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা অপকর্ম করবে তারা একটু ভীত সন্ত্রস্ত থাকবে যে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে। আর এই লাইনটি যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে অপব্যবহার করে তা হলে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে।
 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসনের শান্তি নিবাসে থাকা শিশুদের সঙ্গেও কথা বলেন—যাদের নির্যাতনের হাত থেকে উদ্ধার করে সহায়তা দেওয়া হচ্ছে। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া প্রধানমন্ত্রীকে জানান, শান্তি নিবাস ৫০ আসনের হলেও এই মুহূর্তে সেখানে ৬৫ জন রয়েছে। এর মধ্যে মেয়েশিশু ৫৬ জন; আর ৯ জন ছেলে শিশু। প্রধানমন্ত্রী রাজবাড়ীর গোয়ালন্দের ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে কথা বলেন, যে ধর্ষণের শিকার হয়েছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কঠিন শাস্তি দাবি করে মেয়েটি। সে শান্তি নিবাস থেকে ফিরে গিয়ে লেখাপড়া করতে চায়। শান্তি নিবাসে থাকা মাগুরার সালিখার আরেক তরুণীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কোরবানির ঈদের দুদিন পর মেয়েটিকে বিক্রি করে দেয় তার স্বামী। প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ বছর বয়সী আরেক কিশোরীর পরিচয় করিয়ে দেওয়া হয়, ১৩ বছর বয়সে তার বিয়ে হয়েছিল এক প্রবাসীর সঙ্গে। সেখান থেকে সমবয়সী এক ছেলের সঙ্গে পালিয়ে যায় মেয়েটি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের শান্তি নিবাসে রাখা হয়।
 
শান্তি নিবাসে থাকা শিশুদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া এক কিশোরী ও তার বাবার সঙ্গে কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, আমাদের যিনি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই মহান নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতি নিজে মাথা উঁচু করে চলবে। তার সেই স্বপ্ন বাস্তবায়নেই আওয়ামী লীগ কাজ করছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নজির আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন।
 
প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা সুসংহতকরণ, দীর্ঘমেয়াদি ঝুঁকিপূর্ণ খাদ্য সংরক্ষণ ও আপত্কালীন খাদ্য ঘাটতি মোকাবিলার জন্য খাদ্যশস্য মজুদ সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩০ লক্ষ মে. টনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
 
খুলে গেল মংলা-ঘষিয়াখালী চ্যানেল
 
নৌ-চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুনঃখনন করা মংলা-ঘষিয়াখালী চ্যানেল। গতকাল গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি উন্মুক্ত করে দেন। এ সময় তিনি নবনির্মিত ১১টি ড্রেজারেরও উদ্বোধন করেন। নৌ-রুটটি চালুর ফলে সুন্দরবনের ভিতরে শ্যাওলা নদী হয়ে যে নৌ পথটি ছিল, এর থেকে ৮৬ কিলোমিটার দূরত্ব কমেছে। এখন আর সমুদ্রগামী জাহাজগুলোকে সুন্দরবনের ক্ষতি করে, ঘুর পথে ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে না। মংলা-ঘষিয়াখালী এই নৌ রুটটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খননের মাধ্যমে উন্মুক্ত করেছিলেন। গুরুত্বপূর্ণ চ্যানেলটি বন্ধ হয়ে গেলে সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচল শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৪ সালের পহেলা জুলাই থেকে নৌ পথটি পুনরায় খনন শুরু করা হয়। নৌ পথটির ১৩-১৪ ফুট গভীরতা ও ২শ-৩শ ফুট প্রশস্ত করে খনন করা হয়েছে। একই সঙ্গে খনন করা হয়েছে সংযোগ খালগুলোকে। নৌ পথটি পুনঃখনন করার পর ২০১৫ সালের মে মাসে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয় এবং ২০১৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন গভীরতায় মোট ৩৫ হাজ?ার ১৫টি জাহাজ এ নৌ পথে চলাচল করেছে।
 
গতকাল উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এই চ্যানেলটি যেন সবসময় সচল থাকে সেজন্য নিয়মিত ড্রেজিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বাকি আরো ৮৩টি খাল খনন করতে গণভবনে উপস্থিত পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী। বাকি খালগুলোর খনন শেষ করতে সেখানকার এলাকাবাসীরও সহযোগিতা চেয়েছেন তিনি।
 
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিল্লার রহমান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ঈমান আলী এবং ইউনিসেফ প্রতিনিধি সারা বোরদাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি