শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৮১ হাজার ১০০ মার্কিন নারী পেলেন ড. ইউনূসের গ্রামীণ ঋণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

1470228613_15-550x367

পূর্বাশা ডেস্কঃ

৮১ হাজার ১০০ মার্কিন মহিলা পেয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ঋণ। ২৪ অক্টোবর প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিউ ইয়র্কে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পরিষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়।

ঢাকার ইউনূস সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করেছে বলেও তাতে উল্লেখ করা হয়।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, ২০০৮ সালে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরে দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করে গ্রামীণ আমেরিকা। তিনি জানান, এ পর্যন্ত ৮১ হাজার ১০০ জন মহিলাকে তাদের ক্ষুদ্র ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

জানা গেছে, গ্রামীণ আমেরিকা এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৪৪৫টি ঋণ অনুমোদন করেছে। এই ব্যবসাগুলো থেকে নতুন করে ৭৫ হাজার ১৫৫ জনের কর্মসংস্থান হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি