সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ফের পরীক্ষা নেওয়ার দাবি


ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ফের পরীক্ষা নেওয়ার দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

125141admission_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর প্রায় ৪২ মিনিট বা তারও আগেই পৌঁছে যায় শিক্ষার্থীদের কাছে উত্তর। এমন অভিযোগ পাওয়া গেছে। ঢাবিতে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল সকাল ১০টায়। সকাল ৯টার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্ন ভাইরাল হয়। পরীক্ষার প্রশ্নের সঙ্গে উত্তরগুলো হুবহু মিলে গেছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইভেন্ট খুলে ফের পরীক্ষা নেওয়ার আহবান জানিয়েছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যদি ঢাবি কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল না করে তাহলে যারা চান্স পাবে তাঁদের ফের পরীক্ষা নেওয়া হোক। এক্ষেত্রে তাঁদের পাশের হার থাকবে ২০ ভাগের নিচে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দাবি করেন, পরীক্ষা শুরুর পর জালিয়াত চক্র ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র বাইরে পাঠিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও বাইরে প্রশ্ন পাঠানো ঠেকানো যায় না অনেক সময়। অনেক ভর্তিচ্ছু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নের উত্তর পেয়েছে শিক্ষার্থীদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, এমন তথ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেব।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গতকাল নয়জন ভর্তিচ্ছুকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে সাতজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের কাছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস (কানের ভিতরে) পাওয়া যায়। উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি দাবি করে বাকি দুজনকে ছেড়ে দিয়েছে প্রশাসন।

জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেমে নেই। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার কখনো ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন চলে যাচ্ছে জালিয়াত চক্রের হাতে। স্বল্প সময়ে প্রশ্ন সমাধান করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে ভর্তিচ্ছুদের মুঠোফোনে অথবা ব্ল-টুথ ডিভাইসের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নের সমাধান।

এদিকে ঢাবি ‘ঘ’ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন। তাঁরা ফের পরীক্ষা গ্রহণের দাবি করে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে-এমনটা ফেসবুক ইভেন্ট সূত্রে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি