রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘মাস্টার দেলু’ বন্দুকযুদ্ধে নিহত


নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘মাস্টার দেলু’ বন্দুকযুদ্ধে নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

dakat-sm20161030012954

পূর্বাশা ডেস্কঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১ এর কমান্ডার এএসপি শিবলী সাদিক জানান, ‘দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকায় রাতে অস্ত্র উদ্ধার করতে গেলে, তার বাহিনীর লোকজন র‌্যাবের ওপর গুলি ছুঁড়ে ও হামলা চালায়। এতে র‌্যাবও পাল্টা গুলি করে। ‘বন্দুকযুদ্ধে’র এক পর্যায়ে দেলু গুলিবিদ্ধ হয় এবং উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও ককটেল সম্বন্ধে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মাস্টার দেলু নারায়ণগঞ্জের আলোচিত ডাকাত সরদারদের একজন। অস্ত্র চালানো ও ডাকাতি কাজে পারদর্শী হওয়ায় তিনি ‘মাস্টার দেলু’ হিসেবে পরিচিত। তিনি নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের অন্যতম একজন। মাস্টার দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, খুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে হামলা, মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি