সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » খুলনায় ৫ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, বরাদ্দ নেই!


খুলনায় ৫ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, বরাদ্দ নেই!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

v-550x344

ডেস্ক রিপোর্ট :

কেবল খুলনা বিভাগেই প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা পাঁচশ’র বেশি। বছরের পর বছর অর্থ বরাদ্দ না পেয়ে সংস্কারের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে প্রায় ১ লাখ ছাত্র-ছাত্রীর। শিক্ষা কর্মকর্তারা বলছে, বরাদ্দ নেই!

বিদ্যায়গুলোর কার্যক্রম ভবনের সামনে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হলেও ক্লাস শুরু হয় আকাশের নিচে। ফলে ঝড়-বৃষ্টি-রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শুধু তাই নয়, একজন শিক্ষককে একই জায়গায় পড়াতে হয় দুইটি শ্রেণীর শিক্ষার্থীদের। এতে একদিকে শিক্ষক যেমন শিক্ষাদানে সন্তুষ্ট নয়, তেমিন যথাযথ শিক্ষার সুযোগ পাচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরাও।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়া রূপসার আনন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ২০০৭ সালে। সর্বশেষ ৩ মাস আগে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতিবছর চাহিদা পাঠানো হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে না।

একই অবস্থা খুলনা বিভাগের ১০ জেলার ৫৪৪টি বিদ্যালয়ে। এগুলো দ্রুত সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস।

শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কার জরুরি মনে করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি