সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জনসনের পাউডার থেকে ক্যান্সার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

1464231607-550x344

ডেস্ক রিপোর্টঃ

ছোট-বড় সবাই কমবেশি পাউডার ব্যবহার করে। পাউডার থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রযেছে। ৭০ দশক থেকে প্রথম এ অভিযোগ ওঠে। এর পক্ষে যুক্তি প্রমাণও রয়েছে। এবার এ অবিযোগ উঠল জনসন কোম্পানির বিরুদ্ধে।

মূলত খনিজ পদার্থের অত্যন্ত মিহি গুড়ার সঙ্গে প্লাস্টিক আর রঙ মিশিয়ে ট্যালকম বা বেবি পাউডার তৈরি হয়। ফলে পাউডার থেকে ক্যান্সারের মতো মারণঘাতি রোগ হওয়ার আশঙ্কা থাকে। সম্প্রতি এমন অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক নারী জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করেছে।

ওই নারীর অভিযোগ, জনসনের বেবি পাউডার ব্যবহার করায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মামলার, যুক্তি-তর্ক ও শুনানির শেষে আদালত জনসন অ্যান্ড জনসনকে ওই নারীকে ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

জনসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই নারীর বিষয়ে অবশ্যই সহানুভূতিশীল। তবে রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে। কারণ তারা বৈজ্ঞানিক উপায়েই পণ্য তৈরি করে। তাই তাদের পণ্যে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকতেই পারে না।

তবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও পাউডার থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রে অন্তত দুই হাজারের বেশি এ ধরনের অভিযোগ রয়েছে। তবে প্রমাণের অভাবে তা প্রমাণ হয় না।
স্বাস্থ্য গবেষকদের মতে, পাউডারের সঙ্গে ডিম্বাশয়ের ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই। তবে যারা যৌনাঙ্গে বেবি পাউডার ব্যবহার করেন তাদের ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্তত ৪০ শতাংশ বেড়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি