শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বিশ্ব মিডিয়ায় প্রতিবেদন >> বাংলাদেশে আইএস-বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন জরুরি


বিশ্ব মিডিয়ায় প্রতিবেদন >> বাংলাদেশে আইএস-বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন জরুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

256310_1

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে আইএস’র উপস্থিতি আছে কিনা এটি নিয়ে বিশ্ব মিডিয়ায় নানা প্রতিবেদন প্রকাশ হয়। যদিও বাংলাদেশ সরকার এ বিষয়টি অস্বীকার করে আসে। তবে গুলশান হামলার পর বাংলাদেশে আইএস-এর উপস্থিতির বিষয়টি নিয়ে আরো জোরালো দাবি ওঠে। এরপর জঙ্গী দমনে বাংলাদেশের পদক্ষেপের পর ধীরে ধীরে সেটি চাপা পড়ে যায় এবং সন্ত্রাসী দমন কার্যক্রমে বাংলাদেশের পদক্ষেপ প্রশংসিত হয়।

মসুলে অবস্থিত সন্ত্রাসী-জঙ্গী গোষ্ঠি আইএস শুধুমাত্র ইরাক এবং সিরিয়াতে নয় এটি সারা বিশ্বে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ান দেশ বিশেষ করে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ সরাসরি এই হুমকির মধ্যে রয়েছে। দেশটিকে এই সংগঠনটি তাদের পরিকল্পনা বাস্তবায়নের ঘাঁটি হিসেবে নিয়েছে।

গত বছরের শেষের দিকে বাংলাদেশে আইএস’র কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আইএসএর ম্যাগাজিন দাবিক ১২’ তে প্রকাশিত আইএস’র আমীরের বক্তব্যে বাংলাদেশেকে খিলাফতের অর্ন্তগত করার ঘোষণা দেয়া হয়। এর পরপরই ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ঘৃণ্য আক্রমণ করা হয়। আইএস জঙ্গীদের হাতে ২৯ নিরীহ মানুষ নৃশংসভাবে নিহত হয়, এদের মধ্যে ১৮ জন বিদেশী। এতে ৫০ জন আহত হয়।

এরপর আইএস ‘রুমিয়া-২’ আর্টিকেলে জানায়, এই হামলা ক্রুসেডারদের শাস্তি দিয়ে খলিফাত প্রতিষ্ঠার একটি বার্তা। ইতালিয়ান কূটনৈতিককে হত্যার পর আইএস বার্তা দেয় যে, ক্রুসেডার দেশের নাগরিকরা মুসলিম ভূমিতে শান্তি এবং নিরপত্তা ভোগ করবে না। তারা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। আইএস আরো জানায়, ক্রুসেডার জাতি আইএসএর বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিফল পাবে। তারা বাংলাদেশে শান্তি এবং নিরাপত্তা পাবে না।

তারা আরো জানায়, ক্রুসেডার দেশের নাগরিকরা এবং অন্যান্য কাফিরদের থেকে এই দেশকে মুক্ত করতে হবে এবং আইএস ক্রুসেডার দেশের মুহাজেদিন, পর্যটক, কূটনৈতিক, গার্মেন্টস বায়ার, পাদ্রী, খেলার টিম, বিশেষজ্ঞদের সমুচিত শাস্তি দিবে।

‘রুমিয়া-২’ আর্টিকেলে দেখা যায়, গত দুই বছরে আইএস বাংলাদেশে ২৪টি হামলার দায় স্বীকার করেছে এবং তারা ১২ ভাগ রাফিদাহ, ১৯ ভাগ মুরতাদিন এবং নাস্তিক, ২৭ ভাগ ক্রিশ্চিয়ান এবং ৪২ ভাগ হিন্দুদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই পরিসংখ্যান থেকে দেখা যায়, এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের সাধারণ সংখ্যাগরিষ্ট মানুষ। মাত্র চারটি হামলা বিদেশিদের লক্ষ্য করে চালানো হয়েছিল।

সুতরাং আইএসএর কার্যক্রমে স্থানীয় মানুষই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আইএস সন্ত্রাসী গোষ্ঠির উত্তরণের আগে আল-কায়দা গোষ্ঠির প্রধান বিন লাদেনকে আমেরিকা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এবং তাকে নির্মূল করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আর আমেরিকান এই পদক্ষেপের কারণে অসংখ্য অসহায় নারী-পুরুষ এবং শিশু নিহত হয়। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অটমিক বোমার ক্ষতির সাথে তুলনা করলে ভুল হবে না।

আইএসএর এই নৃশংসহ, সাম্প্রদায়িক সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অ্যান্টি-ম্যাসেজিং পরিকল্পনা গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং নিরাপত্তা সবচাইতে বেশি জরুরি। কারণ বাস্তব সত্য এটিই, আইএসএর হামলা এবং পরিকল্পনায় সবচাইতে বেশি ভুক্তভোগী সাধারণ বাংলাদেশি, বিদেশিরা নন। তাই বাংলাদেশকে আইএস নিজেদের ঘাঁটি নির্মাণ করার আগেই তাদের এই সম্প্রসারণ পরিকল্পনা ঠেকাতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি