শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে অভিনব চাঁদাবাজি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

256584_1

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি করছে একটি চক্র। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় অবস্থিত ব্যবসায়ীদেও কাছ থেকে এই চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে উত্তর চট্টগ্রামের বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বারইয়ারহাট পৌরসভা বাজারে দুএকদিন পর পর এই হাতি দিয়ে টাকা নেয়ার দৃশ্য দেখা যায়। হাতির উপরে মাহুত বসা। যেভাবে নির্দেশ দিচ্ছেন সে ভাবে চলছে হাতির গতিবিধি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে বখশিশের নামে অভিনব চাঁদাবাজি করছে একটি চক্র। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ চাঁদাবাজি। সাধারণ মানুষ না বুঝে হাতির আরোহীর হাতে তুলে দিচ্ছে শত শত টাকা।

অনেক সময় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা বলে অভিযোগ করেন অনেকে।

মঙ্গলবার দুপুরে মিরসরাই পৌরসদরে হাতি নিয়ে আসে ওই চক্র। তারা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা আদায় করতে থাকে। সাধারণ মানুষ কৌতুহল বশত টাকা তুলে দিচ্ছে হাতির মাহুতের হাতে। এভাবে একেক দিন একেক বাজারে গিয়ে চাঁদাবাজি করছে হাতিটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ টাকার কম দিলে হাতিটি নেয় না। এসময় বিকট শব্দ করে সাধারণ মানুষকে তেড়ে আসে। তখন তারা বাধ্য হয়ে টাকা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতির মাহুত (আরোহী) ছিদ্দিক মিয়া বলেন, এখন কোথাও কোন কাজ নেই। তাছাড়া সার্কাস কিংবা বিনোদনের পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে হাতিকে দিয়ে টাকা তুলছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি