শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পায়ের পাতার চার ব্যায়াম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

5622b33caf4e251ba1b7a85e7dd40f1e-untitled-2
পূর্বাশা ডেস্ক:

সারা দিন হাঁটাহাঁটি আর বাইরে জুতো পরার দরুন অনেক সময় বাড়ি ফিরে পায়ের পাতা বা গোড়ালি ব্যথা হয়। গোড়ালির ব্যথা কমাতে বাড়ি ফিরে বসে বসেই করে নিতে পারেন কয়েকটি ব্যায়াম।

এক. পায়ের পাতা কোনো শক্ত কিছুর (যেমন পিঁড়ি) ওপর আলতো করে রাখুন। এবার পাতা দিয়ে শক্ত জিনিসটার ওপর ধীরে ধীরে চাপ দিন। গোড়ালির হাড় বাঁকাবেন না। তবে গোড়ালির ওপরের পেশি শক্ত হবে। এভাবে ১৫ সেকেন্ড চাপ দিন, ১০ সেকেন্ড শিথিল করুন।

দুই. পায়ের পাতা এবার শক্ত জিনিসটার নিচে রাখুন। পাতা দিয়ে জিনিসটার ওপর মানে নিজের দিকে চাপ দিতে থাকুন। ১৫ সেকেন্ড চাপ দিন, ১০ সেকেন্ড শিথিল করুন।

তিন. মেঝে বা শক্ত কিছুতে সোজা হয়ে পা লম্বা করে বসুন। এবার পায়ের পাতা ধীরে ধীরে নিচের দিকে বাঁকান যতটা সম্ভব। হাঁটু ভাঁজ হবে না। ১৫ সেকেন্ড ধরে রাখুন। কয়েকবার করুন।

চার. একইভাবে বসে থেকে এবার পায়ের পাতা নিজের দিকে বাঁকান। যতটা সম্ভব। হাঁটু ভাঁজ না করে। ১৫ সেকেন্ড ধরে রাখুন। কয়েকবার করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি