রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা দেবেন পুনর্গঠনে রূপরেখা ১৮ নভেম্বর নির্বাচন কমিশন


খালেদা দেবেন পুনর্গঠনে রূপরেখা ১৮ নভেম্বর নির্বাচন কমিশন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

khaleda20161113211321
নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) নির্বাচন কমিশন পুনর্গঠনে রূপরেখা দেবেন। দলটির নীতিনির্ধারণী ফোরাম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর অভিজাত ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে প্রস্তাবনা তুলে ধরবেন তিনি।

বিষয়টি নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা কাজ করছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি দিলে সেখানেই বিএনপি প্রধান এই প্রস্তাব তুলে ধরতেন। কিন্তু সরকার যেহেতু সমাবেশের অনুমতি দেয়নি, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের নতুন রূপরেখা দেবেন খালেদা জিয়া।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জাগো নিউজকে জানান, ‘সংবাদ সম্মেলনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। চলতি মাসের ২০ তারিখের মধ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করতে পারেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

তবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জানান, ‘আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়া ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি