রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইঁট তৈরি হবে পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট দিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

unnamed-39-550x457
পূর্বাশা ডেস্ক:

পাঁচশো এবং ১০০০ টাকা সাধারন মানুষের থেকে ফিরিয়ে নেওয়ার পর এবার আরবি আইয়ের সামনে বড় চ্যালেঞ্জ। কি করবে তারা এই নোট গুলি নিয়ে। তবে পুরানো নোট নষ্ট করার কাজ রিজার্ভ ব্যাঙ্কের কাছে নতুন নয়। কিন্তু এত বেশি নোট তারা কখনও নষ্ট করেনি। ব্যাংকের আধিকারিকরা মনে করছেন, আগামী বছরের শুরুতে ৫০০ এবং ১০০০ টাকার নোট যখন নষ্ট করা হবে সেই সময় সারা পৃথিবীর মধ্যে এই কাজটিই সব থেকে বড় কাজ হবে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে ২৭ টি শ্রেডিং এবং ব্রিকটিং সিস্টেম মেশিন (এসবিএস) আছে। এবং এগুলি আরবি আইয়ের অনকে কেন্দ্রতেই স্থাপন করা আছে। এখানে পুরানো নোট গুলিকে ছোট ছোট টুকরো করা হয়। এরপর সেই টুকরো গুলি ছাইতে পরিনত করে ইঁট তৈরি করা হয়। প্রত্যেক বছর গড়ে ৩.৪-১৪ বিলিয়ন নোট এইভাবে নষ্ট করা হয়। কিন্তু এবার এর দুগুণ বেশি নোট নষ্ট করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের মতে এখন বাজারে ৫০০ এবং ১০০০ টাকার নোট ১৪১৭৯.৪৩ বিলিয়ন টাকার ২১ বিলিয়ন নোট আছে। রিজার্ভব্যাংক এখন এই সমস্ত নোটকে নষ্ট করার উদ্যোগ নিচ্ছে। এর পরিষ্কার মানে হল বর্তমান ক্ষমতার থেকে অনেক বেশি নোট নষ্ট করতে হবে। বলা চলে, রিজার্ভ ব্যাংকের মূল কাজের মধ্যে নোট নষ্ট করাও একটি গুরুত্বপূর্ণ কাজ।

আসলে, সিস্টেমে ফিরৎ আসা প্রত্যেক নোটের রেকর্ড থাকে। ফিরৎ আসা নোটের সঙ্গে প্রথমে সেগুলিকে মিলিত করতে হবে। এরপরই জানা যাবে বাজারে আরও নোট আছে কিনা। এরপর এটাকে নষ্ট করা হয়। ফিরৎ করা নোট ব্যাংক এবং ডাকঘরের শাখা গুলি থেকে তুলে সেগুলিকে সুরক্ষিত নিরাপদ ভাবে নষ্ট করার স্থানে নিয়ে আসাও একটি চ্যালেঞ্জ বলা যায়। নোট নষ্ট করার সম্পূর্ণ কাজ হয় আরবি আইয়ের কড়া নজরের মধ্যেই। নোট গুলিকে ইঁটে পরিনত করার পর আরবি আই নিজের বিভিন্ন দফতরের মাধ্যমে সেগুলিকে নিলাম করে দেয়। এরজন্য টেন্ডারও ডাকা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি