রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মীন সন্ধানী’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

1479543148
পূর্বাশা ডেস্ক:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ ‘মীন সন্ধানী’র কমিশন প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ কাজের জন্য ব্যবহৃত এই জাহাজের উদ্বোধন করেন তিনি।
দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় ডিসেম্বর মাস থেকে সামুদ্রিক জীব বৈচিত্র্যের জরিপ কাজ শুরু হবে।
‘বাংলাদেশ মেরিন ফিসারিজ’-এর জাতীয় প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য, বিশেষত সামুদ্রিক মাছ সম্পর্কিত এই জরিপ পরিচালনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং মালয়েশীয় সরকার কারিগরি সহায়তা দেবে। এই জরিপের মূল লক্ষ্য একটি যুগোপযোগী নীতিমালার আওতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি