রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা ভয়াল চিত্র গণহত্যার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

259366_1
পূর্বাশা ডেস্ক:

মূলত গত ৮ অক্টোবর থেকে রোহিঙ্গা মুসলমারদের বিরুদ্ধে গণহত্যা অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং সীমান্ত পুলিশ।

বিবিসি, ইরাবদী, ডিবিভি এবং এএফসিহ সব মিডিয়া সংবাদ জানাচ্ছে রাখাইন প্রতিবেদক এবং সরকারি সূত্রের বরাতে। এমনটি তারা ২০১২ সালের রাষ্ট্রীয় নিপীড়নের সময়েও করেছিল।

এবারও সরকারি সূত্রের বরাতে, গত ৯ অক্টোবর রাত ৩টায় মংগডুর চি কান পিনে সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়ে কাঠের লাঠি এবং তরবারি দিয়ে ৯জন সীমান্তরক্ষীকে হত্যার অভিযোগ করা হয়েছে রোহিংগাদের বিরুদ্ধে।

এ ঘটনা সত্যাসত্য তদন্ত করার জন্য সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। বরং এলাকাটি ঘিরে ফেলে নিরীহ রোহিংগা মুসলমাদের গণহারে হত্যা শুরু হয়েছে। যা থেকে রেহাই পায়নি রোহিংগা নারী ও শিশুরা। হত্যার পাশাপাশি গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে।

এরই মধ্যে অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী।

কিন্তু নিপীড়িত রোহিংগাদের অধিকার বিষয়ক সংগঠনগুলো জানাচ্ছে হত্যাযজ্ঞের শিকার মানুষের সংখ্যা এরইমধ্যে দেড়শতাধিক ছাড়িয়ে গেছে।

একজন রোহিংগাদের পক্ষে সোচ্চার একটি ব্লগ অংঅংসিতে ডটকমে নিহত কয়েকজন রোহিংগার ছবি প্রকাশিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি