রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যেসব কারণে সুচিকে ‘মুসলিমবিদ্বেষী’ বলা হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

259900_1

ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। অভিযানের নামে দেশটির সেনাবাহিনী মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। নারীদের ধর্ষণ করছে। ছুটে পালানো মানুষের ওপর হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হচ্ছে। এমন পরিস্থিতিতেও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি নিশ্চুপ। আর দেশটির ক্ষমতায় আছে তারই দল এনএলডি।

অভিযানে সেনাবাহিনী এ পর্যন্ত ৬৯ জনের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে নারী ধর্ষণ কিংবা ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার কথা স্বীকার করেনি। বলেছে, এগুলো মিডিয়ায় অতিরঞ্জিতভাবে বর্ণনা করা হচ্ছে।

তবে অন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে বাস্তব অবস্থা আরও ভয়াবহ। অভিযান এলাকায় গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। স্যাটেলাইট ইমেজ দেখে জাতিসংঘ জানিয়েছে, গত কয়েকদিনের সংঘর্ষে মিয়ানমারের রাখাইন রাজ্যের ৩০ হাজার রোহিঙ্গা ভিটেহারা হয়েছে। আর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও গ্রেপ্তার করছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

এমন পরিস্থিতিতেও নিশ্চুপ অং সান সুচি।

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম রাখাইন রাজ্যের অবস্থাকে নরকের সঙ্গে তুলনা করে বলেছেন, সেখানে গত প্রায় দেড় মাস ধরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে সাড়ে তিনশো মানুষ নিহত হয়েছে।

প্রাণ বাঁচানোর তাগিদে বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছে রোহিঙ্গা নারী শিশু বৃদ্ধ যুবক। রোহিঙ্গাদের লন্ডন-ভিত্তিক একটি সংগঠন রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘও সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু বাংলাদেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাস করছে। এর ওপর আবারও শরণার্থীর বোঝা টানতে চায় না বাংলাদেশ। এ কারণে সীমান্ত পাহাড়া জোরদার করা হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের প্রাণ নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। বাংলাদেশের মানবাধিকার কর্মীরাও রোহিঙ্গাদের প্রতি সরকারকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত বছরের মার্চে সুচির ‘মুসলিমবিদ্বেষী’ মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। বিবিসির সাংবাদিক মিশাল হোসেন তার সাক্ষাৎকার নিতে গেলে তিনি অফলাইনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কোনো মুসলিম তার সাক্ষাৎকার নেবেন এটা তিনি মেনে নিতে পারেননি। তিনি বলেছিলেন, “কোনও মুসলমান যে আমার সাক্ষাৎকার নেবে সেটা আগে কেউ আমাকে বলেনি।” পিটার পপহ্যাম তার ‘দ্য লেডি অ্যান্ড দ্য জেনারেল: অং সান সু চি এবং মিয়ানমারের গণতন্ত্রের লড়াই’ নামের বইয়ে এ ঘটনার উল্লেখ করেছেন।

সুচি যে মুসলমানদের অপছন্দ করেন, প্রকাশ্যেও তার প্রমাণ রেখেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যটিকে বিগত সামরিক শাসনামল থেকেই পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা ছিল, সামরিক শাসনের পতন হলে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে হয়তো রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে। বিশেষ করে সুচির দল ক্ষমতায় এলে রোহিঙ্গাদের সুদিন ফিরবে। কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো। শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর বদলে ‘রোহিঙ্গা’ শব্দটিই ব্যবহারে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বরাবর।

যুক্তরাষ্ট্রে সঙ্গে নতুন সম্পর্ক পোক্ত করতে অনেকটা কৌশলগত কারণে রোহিঙ্গাদের বিষয়ে উদ্যোগ নেন সুচি। গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি কমিশনও গঠন করা হয়। কাজও শুরু হয়। কিন্তু ওই পর্যন্তই। এরপর কফি আনান তাকে বারবার তাগাদা দিলেও গা করেননি সুচি। গত অক্টোবরেও কফি আনান এক বিবৃতিতে অবিলম্বে সুচি সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে বলেছিলেন। কিন্তু সুচি পাত্তা দেননি।

রাখাইন রাজ্য থেকে মুসলিমদের তাড়ানোর এই পাঁয়তারা কেন? এর মূল কারণ হচ্ছে, ওই রাজ্যে মিয়ানমারের আল্ট্রা ন্যাশনালিস্টদের প্রভাব বেশি। রাজ্যের সবচেয়ে পুরনো মারাউক-উ বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসী আশিন ইয়ারথু হলেন একজন প্রভাবশালী ন্যাশনালিস্ট নেতা। আর এ নেতার সঙ্গে সুচির সখ্য অনেক দিনের। এই সন্ন্যাসীই প্রথম বলেছিলেন, “মুসলিমরা খরগোশের বাচ্চার মতো জন্মায়। তারা আমাদের তলোয়ার দিয়ে হত্যা করতে আসে। আমাদের নিজেদের রক্ষা এবং ধর্ম বাঁচাতেই তাদের প্রতিহত করতে হবে।” সুচি তার এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। বরং ইয়ারথুর ওই বক্তব্যের পর রোহিঙ্গাদের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। মূলত ইয়ারথুর মন রাখতেই মুসলিম নিধনে নেমেছে সুচির ক্ষমতাসীন দলের সরকার।

অন্যদিকে মিয়ানমার বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক নিকোলাস ফারেল্লি বলছেন, সামনের নির্বাচনে রোহিঙ্গা ইস্যুকে টিকিয়ে রাখতে চান না সুচি। তাই ‘রোহিঙ্গা’ শব্দটি নিয়ে তার যেমন আপত্তি, তেমনি তিনি মিত্রদের বুঝিয়েছেন, ভোটের রাজনীতিতে রোহিঙ্গাদের কোনো দাম নেই। আর তাই সুচি তাদের নাগরিক হিসেবে তো নয়ই, মানুষ হিসেবেও গণ্য করতে চান না।

এটাই হলো আসল কারণ। আর তাই সুচি রোহিঙ্গা মুসলিমদের পক্ষে এ পর্যন্ত কোনো কথা বলেননি। হয়তো বলবেনও না। তাই বলা হচ্ছে, রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও বিনাশই তার একমাত্র লক্ষ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি