রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘পাগলা কুকুর’ ম্যটিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ভাবছেন ট্রাম্প!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

1479721910
পূর্বাশা ডেস্ক:
নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য জেনারেল জেমস ম্যাটিসকে বিবেচনা করছেন। টুইটারে দেয়া একটি পোস্টে সাবেক এই মেরিন কোর জেনারেলকে পাগলা কুকুর (ম্যাড ডগ ম্যাটিস) বলে উল্লেখ করেন।
নিউজার্সিতে শনিবার মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধানের সঙ্গে সাক্ষাতের পরে টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জেনারেল জেমস ম্যাড ডগ ম্যাটিসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বিবেচনা করা হচ্ছে। সে একজন প্রকৃত জেনারেলের জেনারেল।
শনিবার ট্রাম্প কড়া সমালোচক মিট রমনির সঙ্গেও দেখা করেন। তাকে পররাষ্ট্রমন্ত্রীর জন্য বিবেচনা করা হচ্ছে। এছাড়া রবিবারের মধ্যে ট্রাম্পের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে থাকা সাবেক নিউইয়র্ক মেয়র রুডি জুলিয়ানি ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য বিবেচিত বিলিয়নিয়ার বিনিয়োগকারী উইলবার রসের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
রবিবার ফক্স নিউজের সঙ্গে কথোপকথনে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ম্যাটিসের কিংবদন্তি সামরিক ক্যারিয়ার রয়েছে। রমনিকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিবেচনা করা হচ্ছে সেটিও তিনি নিশ্চিত করেন। জানুয়ারির ২০ তারিখে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে। রয়টার্স।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি