শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দারিদ্র্য বিমোচনে এডিবি’র ১৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

adb-sm20161121104046

পূর্বাশা ডেস্ক

প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি ও গ্যাস সরবরাহ কাঠামো সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে ১৩২১ কোটি টাকা (১৬৭ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলমেন্ট ব্যাংক (এডিবি)।

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রধান গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ সম্প্রসারণ বিষয়ক অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় প্রকল্প হিসেবে এডিবি এ ঋণ অনুমোদন দেয়।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এ প্রকল্পে এডিবির সহায়তায় আরও প্রায় ৪৭৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে।

এডিবি জনায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। কিন্তু বিদ্যুৎ উৎপদনের জন্য অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ চাহিদামাফিক হচ্ছে না। ফলে তেল এবং ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি