রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানের ফুকোশিমায় ১ মিটার উঁচু সুনামির আঘাত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

1479786892
পূর্বাশা ডেস্ক:
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ১ মিটার উঁচু সুনামি আছড়ে পড়েছে ফুকোশিমা উপকূলে। এর আগে দেশটির সরকার ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করে।
আজ মঙ্গলবার জাপানের স্থানীয় সময় ভোর ৬টায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করেনি জাপান সরকার। তবে ক্ষতির পরিমাণ হ্রাসে দ্রুত সুনামি সতর্কতা জারি করে দেশটি।
এর আগে ২০১১ সালে এক সুনামিতে জাপানে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়। এ সময় ফুকোশিমা এলাকায় নিহতের পাশাপাশি উপকূল অঞ্চল বিধ্বস্ত হয়।
এবারের ভূমিকম্পের মাত্র সম্পর্কে প্রথমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরবর্তীতে এর পরিমাণ হ্রাস করে ৬.৯ মাত্রার বলা হয়। কিন্তু ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় জাপান। ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলেও জানায় তারা।
ভোরে হওয়া ভূমিকম্পে ফুকোশিমা এলাকার পরমাণু শক্তি কেন্দ্রে সামান্য জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানায় জাপান সরকার। তা দূর করতে এখনও কাজ করছে পরমাণু কেন্দ্রের কর্মীরা। তবে এবার পরমাণু কেন্দ্রের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। বিবিসি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি