বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কানাডার রহস্যময় উপকূলে পাওয়া বস্তুটি কী?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

261274_1

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের অক্টোবরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায় রহস্যময় এক বস্তু। মিসাইল সদৃশ বস্তুটি নিয়ে সে সময় বেশ সাড়া পড়ে গিয়েছিল। ধারণা করা হয়েছিল, ১৯৫০ সালে বিমান বিধ্বস্ত হয়ে হারিয়ে যাওয়া একটি পারমাণবিক বোমা এটি।

তবে এক তদন্তের ফলে খোলাসা হলো আসল ঘটনা। জানা গেল, আদতে সেটি কোনো পারমাণবিক বোমাই নয়, সাধারণ একটি যন্ত্রাংশ!

তদন্ত শেষে বিমান ইতিহাসবিদ ডিরক সেপটার বলেন, ‘এটি যেকোনো কিছুই হতে পারে। তবে আর যাই হোক, পারমাণবিক বোমা নয়।’

কানাডার পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র উপকূলে মাছ ধরার সময় মিসাইল সদৃশ ওই বস্তুটি পান মৎস্যশিকারীরা।

শন স্মিরিচিনস্কি নামের এক মৎস্যশিকারী বলেন, ‘আমি আজব একটি জিনিস খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল, এটি ভিনগ্রহীদের একটি মহাকাশযান।’

সে সময় আরেক শিকারি জানিয়েছিলেন, ১৯৫০ সালে একটি বি-৩৬ মার্কিন বোমারু বিমান ভূপতিত হয়। সে সময় বিমানে থাকা একটি পারমাণবিক বোমা হারিয়ে যায়। রহস্যময় বস্তুটি হারিয়ে যাওয়া সেই পারমাণবিক বোমা হতে পারে।

কানাডীয় সেনাবাহিনীর বরাত দিয়ে ওই শিকারি আরো বলেন, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী বলেছিল, বোমাটিতে সীসা, ইউরেনিয়াম ও টিএনটি থাকলেও তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম ছিল না। তাই সেটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে অক্ষম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি