রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রেনের দুর্ঘটনায় ইরানে ৪৩ জন নিহত,আহত শতাধিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

14972068_564793980383062_1754613716_n
ডেস্ক রিপোর্টঃ

গতকাল শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। জানা যায় যে একটি যাত্রীবাহী ট্রেন হাফতখান স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

একটি রিপোর্টে উল্লেখ করা হয় এই দুর্ঘটনার ফলে চারটি বগি লাইনচ্যুত হয় এবং দুইটি বগিতে আগুনও লেগে যায়। এতে আরও বলা হয় এই দুর্ঘটনায় প্রায় ৪৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১০০ জন।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে শাহরুদ শহরের কাছে হাফতখান স্টেশনে প্রবেশকালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সংস্থার মুখপাত্র মোস্তফা মোরতাজাভি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪৩ জনের লাশ এবং প্রায় একশ’ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ইতিমধ্যে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কার্যক্রমও শুরু করেছেন। তুষারপাত এবং সড়কগুলো বরফে ঢেকে যাওয়ায় উদ্ধারকাজে সাময়িকভাবে সমস্যা হচ্ছে। ফলে উদ্ধার কাজে গতি আনতে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

জানা যায় যে, নিহতদের মধ্যে অন্তত চারজন রেলওয়ে কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি