রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্কে বিস্ফোরণ ভয়াবহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

261263_1
ডেস্ক রিপোর্টঃ

তুরস্কের গাজিয়ানটেপ নগরীতে শুক্রবার রাতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে গভর্নর আলী ইয়েরলিকায়ারের কার্যালয় বলেছে, প্রতিবেশী দেশ সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নেয়া যুদ্ধ বিমানের কারণে এ শব্দ হতে পারে।

গভর্নর বলেন, বিস্ফোরণে কারো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউফ্রেটিস শিল্ড অপারেশনে যোগ দেয়া যুদ্ধ বিমানের কারণে এ শব্দ হতে পারে।

সরকারি সংবাদ সংস্থা আনাদোলু’র খবরে বলা হয়, গাজিয়ানটেপ প্রদেশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছে।

প্রদেশের মেয়র ফাতমা শাহিন বলেন, ‘আমাদের নিরাপত্তা টিমগুলো নগরীতে অনুসন্ধান অব্যাহত রেখেছে।’

তুরস্ক তাদের সীমান্ত থেকে ইসলামিক স্টেটকে (আইএস) চিরতরে নির্মূল, সিরিয়ার কুর্দি মিলিশিয়া বাহিনীর অগ্রযাত্রা বন্ধ ও সিরিয়ার বিরোধী যোদ্ধাদের সমর্থনে গত ২৪ আগস্ট সিরিয়ার অভ্যন্তরে বিমান ও স্থল অভিযান শুরু করেছে।

গাজিয়ানটেপে কুর্দিদের একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি হামলায় ৫৭ জন নিহত হওয়ার তিন মাস পরও সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। আইএস ওই হামলার দায় স্বীকার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি