মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোট পুন:গণনা হচ্ছে উইসকনসিনে, হবে প্যানসিলভানিয়া ও মিশিগানেও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

composite-election-map-new-one-550x367
ডেস্ক রিপোর্ট: হিলারিকে সম্প্রতি কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী ভোট পুন:গণনার আহ্বান জানিয়েছিলো। তাদের দাবি, নির্বাচনের পর ভোট গণনায় কোন ত্রুটি হয়ে থাকতে পারে। কেউ কেউ এমনও দাবি করে যে, নির্বাচনকে হ্যাক করেছে হিলারির বিরোধী শিবির। দাবি উঠে উইসকনসিন, প্যানসিলভানিয়া ও মিশিগানের মতো অল্প ব্যাবধানে হেরে যাওয়া দোদুল্যমান রাজ্যগুলোর ভোট পুন:গণনার। তবে, শেষ পর্যন্ত হিলারি পূন:গণনার দাবি না জানালেও গ্রিন পার্টির জিল স্টেইন এই আবেদনটি করেছেন। সেই আবেদনে সাড়া দিয়েছে উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচন কতৃপক্ষ। সেজন্য অবশ্য বিপুল অঙ্কের ডলার বিনিয়োগ করতে হচ্ছে স্টেইনকে। যদিও এই গণনায় তার কোন লাভ নেই। মূলত হিলারির প্রতি তার সহমর্মীতা ও প্রকৃত সত্যকে জানতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

পুন:গণনায় শুধুমাত্র উইসকনসিনের ফল হিলারির পক্ষে গেলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পক্ষে তা বাধা হয়ে দাঁড়াবে না। কারণ এই রাজ্যে মাত্র ১০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। ফলাফল ভিন্ন হলে ট্রাম্পের দখলে থাকা ২৯০টি ইলেক্টোরাল ভোট কমে ২৮০টিতে এসে দাঁড়াবে। আর যেহেতু প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন, সেহেতু এই পদটি ট্রাম্পের দখলেই থাকছে। তবে, ভিন্ন কিছু হতে পারে যদি বাকী দুটি অঙ্গরাজ্যের ফলও ভিন্ন আসে।

গ্রিন পার্টির প্রার্থী স্টেইনের আবেদনের ভিত্তিতে ২৫ নভেম্বর নির্বাচন কমিশন পুনরায় ভোট গণনায় রাজি হয়। নির্বাচন কমিশনের প্রশাসক মাইকেল হ্যাস সাংবাদিকদের বলেছেন, ‘১৩ ডিসেম্বরের মধ্যেই পুনরায় গণনার কাজ সম্পন্ন হবে।’

উইসকনসিন রাজ্যের মতো পেনসিলভানিয়া এবং মিশিগান রাজে‌্যর ভোটও পুনরায় গণনার জন্যে প্রয়োজনীয় ফি সংগ্রহ করছেন স্টেইন।

পুনরায় ভোট গণনার ফি সংগ্রহের জন্যে অনলাইনে ঘোষণা আসার পর শুক্রবার সকালে নির্ধারিত ৫২ লাখ ডলার জমা দেন স্টেইন।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন জানানোর শেষ সময় সোমবার এবং মিশিগান বুধবার। উইসকনসিনসহ ৩ অঙ্গরাজ্যে পুনরায় গণনায় মোট ৭০ লাখ ডলার প্রয়োজন। স্টেইন আশা করছেন, প্রয়োজনের চেয়েও বেশি তহবিল জমা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

দ্য হিল, এনডিটিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি