রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিআরবের জিরো ডিগ্রীতে তাপমাত্রা নামার আশংকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

unnamed-57-550x331
ডেস্ক রিপোর্টঃ
সৌদি আবহাওয়া অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত কয়েকদিনের মধ্যে তা বজ্রসহ ভারী বর্ষণে রুপ নিতে পারে । যার ফলে সৌদিআরবের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা জিরো ডিগ্রীর নিছে পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদিআরব কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: মনসুর আল মাজরুই জানান এই আবহাওয়া পরিবর্তনের ফলে আরব গালফ দেশগুলো কিছুটা খতিগ্রস্থ হতে পারে । তিনি জানান ভারী বর্ষণ ও বজ্রপাত ছাড়াও তীব্র বায়ু প্রবাহের সম্ভবনাও আছে এবং এটি প্রায় এক সপ্তাহ যাবত স্থায়িত্ব হতে পারে।

তিনি এই অঞ্চলের বসবাসরত লোকদের কে নিরাপদে থাকার পরামর্শ দেন।

এদিকে শুক্রবার থেকে রাজধানী রিয়াদ,পবিত্র মক্কা নগরি, এবং আল আহসা সহ অনেক শহরে প্রচুর বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, সৌদিতে এ সময়ের বৃষ্টি মানে শীতের আগমন বলে মনে করে স্থানীয় জনগণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি