শুক্রবার,২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লার সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল যুগ্ম সচিব পদোন্নতি পেয়েছেন


কুমিল্লার সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল যুগ্ম সচিব পদোন্নতি পেয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

 

14915300_10208809183525382_3578200447316401626_n
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সাবেক জেলা প্রশাসক ও গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রনালয়ের উপসচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ।
রোববার (২৭ নভেম্বর) হাসানুজ্জামান কল্লোল এ পদোন্নতি পেয়েছেন।
মোঃ হাসানুজ্জামান কল্লোল পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে জানান, আজ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলাম । শুকর আলহামদুলিল্লাহ!! আমার চাকুরি কালীন এ পদযাত্রায় যারা আমাকে আশীর্বাদ করেছেন,যারা স্নেহ-ভালবাসা দিয়েছেন, আমায় সহযোগিতা করেছেন,যারা পাশে ছিলেন,আছেন তাদের সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ যে, মো. হাসানুজ্জামান কল্লোল চলতি বছরের ২০ সেপ্টেম্বর গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে তিনি প্রায় সোয়া ২ বছর অতিবাহিত করেন। ওই সময় কুমিল্লার শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মো. হাসানুজ্জামান কল্লোল অনেক অবদান রাখেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক হন তিনি। কুমিল্লায় হাসানুজ্জামান কল্লোলই প্রথম ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি শুরু করেন। তিনি দায়িত্ব পালনকালে প্রথম ১৫ বীরাঙ্গনা, ভাষা সৈনিক তাহেরকে খাস জমি-নগদ অর্থ প্রদানসহ ৭ ভাষা সৈনিককে সংবর্ধনা দেন। ভ্রাম্যমাণ আদালতে দেশে ২০তম বারের মতো শীর্ষস্থান ও স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে প্রথম হয় কুমিল্লা। জেলা প্রশাসকের উদ্যোগে উপমহাদেশের সূর সম্রাট শচীন দেবের বাড়ি বেদখলমুক্ত করা হয়। এরপর সেখানে ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে কালচারাল কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। নগরীতে ১ একর পরিত্যক্ত খাস জমিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করেন হাসানুজ্জামান কল্লোল। জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত্যুর আড়াই বছরের মাথায় স্বাধীনতা পদক পেয়েছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার কৃতি সন্তান রফিকুল ইসলাম। একটি বাড়ি একটি খামার প্রকল্পে এক বছরে সরকারি আদায় দ্বিগুণ করেন। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কবি নজরুলের ১১৬তম জন্মজয়ন্তী সফলভাবে আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের উদ্যোগে কুমিল্লার মহিয়সী নারী, নারী জাগরণের অগ্রপথিক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণীর জীবনী ও কর্মের ওপর ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী’ বই ও জাতীয় কবি নজরুলের কর্মের ওপর রচিত ‘অঞ্জলি লহ মোর’ বইটি প্রকাশ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি