রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ২ কমিটি গঠন


প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ২ কমিটি গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

1480342777_29

পূর্বাশা ডেস্ক:

যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান তুর্কেমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে নিজ দফতরে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপর কমিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাশেদ খান মেনন বলেন, ‘এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি